আগামী ২৬শে ডিসেম্বর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির এক বৈঠক (১৭ সেপ্টেম্বর )শনিবার অনুষ্ঠিত হয়েছে।সংস্থার সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন সভায় সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব আবুল বাসার মজুমদার। সভায় বক্তব্য রাখেন শাহজাহান মোল্লা, আলমগীর গনি, সাজ্জাদুল কবির, কামরুল ইসলাম, আবদুল মজিদ, এম আর প্রিন্স, শেহাব উদ্দিন আহমদ টিপু প্রমুখ।বৈঠকে গৃহীত হয় আগামী ১৭ই ডিসেম্বরের মধ্যে সংস্থার জেলা ও উপজেলা কমিটি পুনর্গঠন সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে। একই সময়ের মধ্যে কাউন্সিলার নির্বাচন সম্পন্ন করতে হবে। স্টিয়ারিং কমিটি আগামী ২৬শে ডিসেম্বর সংস্থার দ্বি-বার্ষিক সাধারণ সভা ও ৩৯তম কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। দ্বি-বার্ষিক সাধারণ সভা ও ৩৯তম কাউন্সিল সফল করার লক্ষ্যে শাহজাহান মোল্লাকে আহ্বায়ক ও আবুল বাশার মজুমদারকে সদস্য-সচিব করে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, আলমগীর গনি, সাজ্জাদুল কবির, কামরুল ইসলাম, মুসা খান ও আনিসুর রহমান প্রধান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *