বরিশাল জেলে পরিবারের চলছে মা ইলিশ দরার ঈদ উৎসব
মোঃ রাব্বী মোল্লা,বাকেরগঞ্জ(বরিশাল ) প্রতিবেদকঃ- অজানা কারনেই নিরব মৎস্য কর্মকর্তা। বাকেরগঞ্জ উপজেলার প্রতিটি এলাকায় জেলে পরিবারের চলছে মা ইলিশ দরার ঈদ উৎসব আদৌ সরকারি নিষেধাজ্ঞা মানছেনা জেলেরা।বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন নদীর চিত্র দেখলেই বুঝা জায় মা ইলিশ সংরক্ষণে মৎস্য কর্মকর্তার ভুমিকা কতটুকু ।