ঢাকা পিজি হাসপাতালের বেড শিশু তানজিলার বাঁচার আকুতি
নাম : তানজিলা বয়ষ : ৪ বছর পিতা : মোঃ রিপন হোসেন মাতা : মোসাঃ আয়শা বেগম বাসা : চট্টগ্রাম নাসিরাবাদ তানজিলা ও তার বাবা -মা নিয়ে সুখি সংসার । যার আলো হিসেবে ঘর কে আলোকিত করে রেখেছিলো বাবা-মায়ের বুকের মানিক তানজিলা। অন্য শিশুদের মত তারো বান্ধবী আছে যে সকল সময়ে তাকে সঙ্গ দিয়ে সুন্দর সময় গুলো পার করছিলো। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পরলে বিভিন্ন চিকিৎসা ও পরিক্ষা -নিরিক্ষার পর তার বাবা- মা জানতে পারেন তাদের মানিক কিডনি রোগে ভুগছে। সিএনজি চালক বাবা বুকের মানিক কে সুস্থ দেহে ফিরে পেতে হিসাবহীন অর্থ খরচ করে আজ দিশেহারা। বুকের ধন কে সুস্থ দেখতে ধার/দেনা করে ঢাকা পিজি হাসপাতালে ভর্তি করেন এবং পরিক্ষা -নিরিক্ষার পর ডাক্তার বলেছেন অপারেশন সহ আনুষাঙ্গিক খরচ বাবদ ২, ০০,০০০ (দুই) লক্ষ টাকা প্রয়োজন। অসহায় বাবা-মা সব কিছু হারিয়ে বুকের মানিক কে বাচাতে বিত্তবান দের সহযোগিতা চাচ্ছেন।সমাজের হৃদয়বান ব্যক্তিগণ সামর্থ্য অনুযায়ী এ শিশু তানজিলা’র পাশে এসে দাড়ায়ে সহযোগিতার হাত বাড়িয়ে দীন। বাবা-মায়ের বুকের মানিক কে সুস্থ হয়ে তাদের মাঝে ফিরে যেতে সহযোগিতা করুণ সহযোগিতা প্রদান ও তথ্য পেতে যোগাযোগ করুনঃ শিশু তানজিলা’র বাবা 01818825813 (বিকাশ), মোঃ রাব্বী মোল্লা 01875669705 (বিকাশ,নগদ,রকেট পারসোনাল)