সারদীয় দুর্গোৎসব ২০২০ উপলক্ষে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন
হালিম সৈকত, কুমিল্লা প্রতিবেদকঃ দুর্গা পূজা বাঙালি হিন্দুদের এক বৃহত্তম উৎসব। প্রতিটি হিন্দু পরিবারের সাথে এই পূজা স্মৃতিতে জড়িয়ে আছে। দুর্গা পূজার ইতিহাস বলতে গেলে কোলকাতা কেন্দ্রিক পূজাগুলোর শুরুর কাহিনী যেভাবে জানা যায়, বাংলাদেশের ক্ষেত্রে এ সম্পর্কে তেমন বিশদভাবে জানা যায় না। বাংলাদেশে কীভাবে এ পূজা শুরু হলো, তা নিয়ে নানা কাহিনী প্রচলিত রয়েছে।
তবে বর্তমানে দূর্গাপূজা হিন্দুদের সবচেয়ে বড় উৎসবে পরিণত হয়েছে। করোনা মহামারীর কারণে পূজামন্ডপের সংখ্যা কিছুটা কম হলেও থেমে নেই পূজা। কিছু ক্ষেত্রে রয়েছে সীমাবদ্ধতা। হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দও ঘুরে ঘুরে খোঁজ নিচ্ছেন পূজারীদের। তারই অংশ হিসেবে কুমিল্লা জেলার নেতৃবৃন্দ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করছেন। ইতোমধ্যে তারা পরিদর্শন করেছেন কুমিল্লা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন বকসীর নিজস্ব পূজামন্ডপ, চান্দিনা, তিতাস উপজেলার মাছিমপুরস্থ হারাধন শীল এর বাড়ীর পূজা মন্ডপ। এছাড়া হোমনা, মুরাদনগর, দেবিদ্বার, সদর ও সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ। পরিদর্শন টিম রয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু তপন বকশী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নির্মল পাল, সাংগঠনিক সম্পাদক উত্তম সরকার, কোষাধ্যক্ষ নারায়ন সরকার, দপ্তর সম্পাদক শম্ভু শীল, পূজা সম্পাদক নারায়ন দে, সজল দত্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ তিতাস উপজেলা শাখার সভাপতি স্বপন সূত্রধর, সাধারণ সম্পাদক ডাঃ লনী দেবনাথ, সুশীল রায় ও অরুণ দাস প্রমূখ। এ সময় অন্যান্য নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রতিমা দর্শন করেন।