দূর্গাপুজা উপলক্ষে মুক্তিযোদ্ধাদের বাড়িতে বাড়িতে মিষ্টি ও ফুলেল সন্মাননা জানালেন,মাশরাফী

Spread the love

নড়াইল প্রতিবেদকঃ নড়াইলে শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীতে সনাতন ধর্মাবলম্বী বীর মুক্তিযোদ্ধাদের বাড়িতে বাড়িতে শুভেচ্ছা উপহার হিসেবে মিষ্টি ও ফুল পাঠিয়ে সন্মাননা জানান,নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজা। শুভেচ্ছা উপহারের সাথে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় মাশরাফী বলেন,“আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আপনার অসামান্য অবদান। আপনারা বীর মুক্তিযোদ্ধারা,বাংলা মায়ের সূর্য সন্তান,নড়াইল জেলার অহংকার,আমাদের পথচলার অনুপ্রেরণা। মাশরাফীর শুভেচ্ছা উপহার পেয়ে আবেগাপ্লুত কণ্ঠে বীর মুক্তিযোদ্ধা”রা জানান,আমাদের হীরার টুকরার এই শুভেচ্ছা উপহার পেয়ে আমরা অনেক খুশি হয়েছি। এর আগে আমাদের এমন সন্মান দেখায়নি কেউ এই প্রথম আমাদের ছেলে এমন সন্মান করলো আমাদের। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল ও সাধারণ সম্পাদক এস এম পলাশের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ এসকল শুভেচ্ছা উপহার অন্তত ২৫ জন বীর মুক্তিযোদ্ধাগণের বাড়িতে বাড়িতে পৌঁছে দেন। মাশরাফী বিন মোর্ত্তজা নির্বাচনী এলাকার বীর মুক্তিযোদ্ধাদের বাড়িতে সন্মাননা শুভেচ্ছা উপহার পাঠিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপঁন করেছেন বলে জানান,শুভেচ্ছা উপহার পাওয়া মুক্তিযোদ্ধাদের পরিবার। এসময় মুক্তিযোদ্ধা”রা আরো বলেন,নড়াইলের মাটিতে এর আগে কখনো এমন সন্মান আমাদের কেউ করেনি যা একমাত্র মাশরাফীর করলো। জানা গেছে,মাশরাফী বিন মোর্ত্তজার ছোট্ট দুই সন্তান হুমায়রা ও সাহেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার বাসায় চিকিৎসাধীন রয়েছে। উপহার সামগ্রী বিতরণকালে স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দের মাধ্যমে জানা যায়,মাশরাফী বিন মোর্ত্তজা তাঁর সন্তানদের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন এবং স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মি”রা এসকল মুক্তিযোদ্ধাদের বাড়িতে বাড়িতে গিয়ে উপহারসামগ্রী তুলেদেন ও মাশরাফীর সন্তানদের জন্য দোয়া চাঁন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *