চা-দোকানি এখন সাংবাদিক–বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান
ফেনী প্রতিবেদকঃ বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেন, এখন আমরা দেখছি, সিক্স পাশ পাশ করে ও সাংবাদিকতায় আসছে।পান ও চা দোকানিও এখন সাংবাদিক পরিচয় দিচ্ছে।ফেসবুক চালায়, সেও মটারসাইকেলের সামনে প্রেস লাগিয়ে ঘুরছে।রাস্তায় বের হলেই সাংবাদিক লেখা গাড়ি ছাড়াছড়ি। আসলে ভূয়া সাংবাদিক।গত বুধবার(২৮ অক্টোবর) ফেনী
জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘মুজিবর্ষের অঙ্গিকার, হলুদ সাংবাদিকতা পরিহার’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকরা নিজের জন্য লেখে না। তারা নিজেদের বিলিয়ে দিতে গণমাধ্যমে এসেছে।হলুদ সাংবাদিকতা রোধে তিনি জানান, সাংবাদিকের জন্য আইন হচ্ছে। যে কেউ চাইলে সাংবাদিক হয়ে যেতে পারবেন না। এর জন্য সুনির্দিষ্ট শর্ত থাকছে। এ বিষয়ে আইন চুড়ান্ত হতে পারে এ বছরই। সভায় বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেন,আমি যখন মফস্বলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিই। সেখানে অনেকেই অভিযোগ করে বলেন,স্যার, সম্পাদকদের কতটুকু যোগ্যতা থাকতে হবে।তা নির্ধারিত না থাকায় যে কেউ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোঃ শাহ্ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ সুমনী আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, জেলা তথ্য অফিসারের অতিরিক্ত দায়িত্বে থাকা দেলোয়ার হোসেন।