ফ্রান্সের সমর্থনে স্ট্যাটাস মুরাদনগরে ইউপি’র চেয়ারম্যান ও শিক্ষকের বাড়ি ভাংচুর- গ্রেফতার-২
আবুল কালাম আজাদঃ মহানবী (স:) কে ফ্রান্স সরকার কতৃক ব্যঙ্গচিত্রের সমর্থন এবং স্বাগতম জানিয়ে সামাজিক যোগাযোগ(এফবি)একটি পোষ্ট করায় জেড় ধরে কোরবানপুর ইউপি’র চেয়ারম্যান বন কুমার দেব নাথের বাড়ী ও কুরবানপুর ব্লুবার্ড কিন্ডারগার্টেন’র প্রধান শিক্ষক সংকর দেবনাথ বাড়ী ভাংচুর করেছে মুসলিম জনতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার অভিযোগে আইসিটি মামলায় শংকর দেবনাথ ও অনিক ভৌমিককে গ্রেফতার করে রবিবার বিকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রাতে রির্পোট লেখা পর্যন্ত মামলা প্রস্তুতি চলছে। রাতে রির্পোট লেখা পর্যন্ত মামলা প্রস্তুতি চলছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, শনিবার(৩১শে অক্টোবর) কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার কোরবানপুর গ্রামের ‘সংকর দেবনাথ’ এবং ‘কিষান দেবনাথ কিষান’ নামের দুই নাস্তিক মহানবী (স:) কে ফ্রান্স সরকার কতৃক ব্যঙ্গচিত্রের সমর্থন এবং স্বাগতম জানিয়ে একটি পোষ্ট করেছে সামাজিক যোগাযোগ(এফবি) মাধ্যমে। এ নিয়ে এলাকায় দেখা দিয়েছে তোলপার। সামাজিক যোগাযোগ(এফবি) মাধ্যমে ভাইরাল হওয়া সেই খবর ছড়িয়ে পড়লে এলাকায় মুসলিম জনতার কোরবানপুর জি এম উচ্চ বিদ্যালয় মাঠে ও কোরবানপুর বাজারে বিভিন্ন গ্রামের মানুষ জড়ো হতে থাকে। একপর্যায়ে বিক্ষোভ মিছিল করে।-এ নিয়ে ৩১শে অক্টোবর শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত কুরবানপুর বাজারে চলতে থাকে দফায় দফায় গনমিছিল।সংকর দেবনাথ কুরবানপুর ব্লুবার্ড কিন্ডারগার্টেন’র প্রধান শিক্ষক । অপর দিকে, কিষাণ দেবনাথ কিষাণ একজন ফ্রান্স প্রবাসী। বর্তমানে তিনি ফ্রান্সে বসবাস করছেন। তার জন্মস্থান কুরবানপুর গ্রামেই। তারই প্রতিবাদে ১লা নভেম্বর রবিবার দুপুর ২টায় আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে গণমিছিল বের হয়ে বিকেল ৩ ঘটিকায় কোরবানপুর জি এম উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল গনসমাবেশের আয়োজন করা হয়।ধর্মীয় অনুভূতিতে আঘাতের জের ধরে সংখ্যালগুর বাড়ি ভাংচুর কুমিল্লার মুরাদনগর উপজেলার কোরবানপুর গ্রামে ধর্মীয় অনুভূতি তে আঘাত লাগার জের ধরে আজ দুপুরে ভিক্ষোব মিছিল থেকে সংখ্যালগুর বাড়িতে ব্যাপক হামলা চালানো হয়।সবচেয়ে ক্ষতিগ্রস্থ বাড়িগুলো মধ্যে শংকর মাস্টারের বাড়ি স্থানীয় চেয়ারম্যান বেনুরে ভূষণ শীতের বাড়ি এবং কালীমন্দির যেখানে অগ্নিসংযোগ ও ব্যাপক লুটতরাজ করা হয় এছাড়া স্থানীয় কিছু বাড়িঘর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।বর্তমানে সেখানকার পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চট্টগ্রাম(আরআরএফ),কুমিল্লা জেলা পুলিশ লাইন, বাঙ্গরাবাজার থানা,মুরাদনগর থানা, হোমনা থানা, তিতাস থানা, দেবিদ্ধার থানা, ব্রাক্ষণপাড়া থানা, থানা ও ব্রাক্ষণবাড়িয়া জেলা পুলিশ লাইন থেকে প্রায় ৩শ’ পুলিশ কোরবানপুর গ্রামের বিভিন্ন বাড়ী পাড়া মহল্লা, বিভিন্ন রাস্তার মোড়ে মোতায়ন করা হয়েছে।কোরবানপুর গ্রাম পরিদর্শণ করেছেন,মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাস, কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নজরুল ইসলাম(বিপিএম/পিপিএম), কুমিল্লা সহকারী পুলিশ সুপার(ক্রাইম)মোঃ শাহরিয়ার কবির। কুমিল্লা মুরাদনগর বি-সার্কেল জাহাঙ্গীর আলম, বাঙ্গরা বাজার থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কামারুজ্জামান তালুকদার, মুরাদনগর থানা ভারপাপ্ত ইনচার্জ(তদন্ত) নাহিদ আহমেদ। বাঙ্গরা বাজার থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কামারুজ্জামান তালুকদার জানান, ওই এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি ঘোলাটে করলে কাউকে ছাড় দেওয়া হবে না।এব্যাপারে বাঙ্গরাবাজার থানায় মামলা প্রস্তুতি চলছে। বাজার থানা পুলিশ মোবাইল ট্রেকিংয়ের কুরবানপুর ব্লুবার্ড কিন্ডারগার্টেন’র প্রধান শিক্ষক শংকর দেবনাথ ও আন্দিকুট ইউনিয়নের জীবন ভৌমিক ছেলে অনিক ভৌমিককে গ্রেফতার করা হয়েছে।