কুমিল্লা ব্লাস্টের উপকারভোগী মতবিনিময় সভা
কুমিল্লা প্রতিবেদক: ব্লাস্ট কুমিল্লা ইউনিটের উদ্যােগে গত ৯অক্টোবর দুপুরে সংগঠনের উপকারভোগীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, ব্লাস্ট কুমিল্লা ইউনিটের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নুরুর রহমান। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সেলিনা আক্তার । মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ব্লাস্টের জেলা প্রকল্প কর্মকর্তা এড. সানাউল্লাহ, উপকারভোগী নাসিমা আক্তার প্রমুখ। মতবিনিময় সভা পরিচালনা করেন, ব্লাস্ট কুমিল্লা ইউনিটের কো-অর্ডিনেটর এডভোকেট শামীমা আক্তার জাহান। সভায় জানানো হয়, ব্লাস্ট দীর্ঘদিন যাবত আইনী সুবিধা বঞ্চিত সাধারণ মানুষের আইনগত অধিকার সুরক্ষায় গ্রাম আদালত থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রতিটি আদালতে বিনামূল্যে মামলা পরিচালনা করে আসছে। প্যানেল আইনজীবীদের মাধ্যমে অসহায় নির্যাতিত মানুষের জন্য বিনামুল্যে আইনী সহায়তা প্রদান করছে ব্লাষ্ট। এ ছাড়া ব্লাস্ট সাধারণত পারিবারিক, ফৌজদারী, দেওয়ানী, ভূমির মালিকানা ও মৌলিক অধিকার নিয়ে আইনী পরামর্শ ও সহায়তা দিয়ে থাকে। এর পাশাপাশি ব্লাস্ট বিকল্প বিরোধ নিষ্পত্তি, জনস্বার্থে মামলা পরিচালনা, বৈষম্যমূলক আইনসমূহ সংশোধনের জন্য অধিপরামর্শ ( এ্যাডভোকেসি) কার্যক্রম পরিচালনা করে থাকে। ব্লাস্ট মানবাধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন কার্যক্রমও পরিচালনা করে। সভায় ব্লাষ্ট কার্যক্রম সাধারণ মানুষকে অবহিত করার জন্য এনজিও নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করা হয়।