লালপুরে নানা আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Spread the love


সালাহ উদ্দিন, লালপুর ( নাটোর) : নাটোরের লালপুরে  বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বাষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। গোপালপুর পৌরসভা সহ ১০টি ইউনিয়নের নেতা কর্মীরা মোটর সাইকেল শোভযাত্রা নিয়ে সমাবেশে যোগ দেন।বুধবার ( ১১ নভেম্বর) বিকেলে  লালপুর উপজেলা আওয়ামী লীগের কার্যলয় চত্বরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা আয়োজন করা হয়।  লালপুর উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি কামরুল হাসান মিল্টনের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক খালিদ হোসেন সরলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১,( লালপুর – বাগাতীপাড়া)  আসনের সাবেক সংসদ সদস্য ও  নাটোর জেলা    আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি  এ্যাড: আবুুল কালাম আজাদ,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাফ হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও  লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান  ইসহাক আলী। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য  উপাধ্যক্ষ বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।অপর দিকে  বুধবার ( ১১ নভেম্বর) বিকেলে লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলস শহীদ মিনার চত্বরে  উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্টুর সভাপতিত্বে যুব সমাবেশে   অন্যনের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ শহীদ মমতাজ উদ্দীনের পুত্র শামীম আহমেদ সাগর,  লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আ স ম মাহামুদুল হক মুকুল, আলাউদ্দিন আলাল, গোলাম কাওছার, উপজেলা যুবলীগের সহ- সভাপতি আলতাফ হোসেন, গোপালপুর পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক , নাটোর জেলা তাঁতীলীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন রিপন প্রমূখ। 
সমাবেশের পূর্বে  উভয় পক্ষই পৃথকভাবে আনন্দ র‍্যালী বের করে  গুরুত্বপুর্ন  সড়ক প্রদক্ষিণ করে সবাবেশ স্থলে সমবেত হোন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *