ধান ক্ষেত থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার

Spread the love

হালিম সৈকত ,কুমিল্লা প্রতিবেদকঃ ধান ক্ষেত থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার পুলিশ।

বাঙ্গরা বাজার থানা ও এলাকাবাসী সূত্রে জানাযায়, কুমিল্লা জেলা বাঙ্গরা বাজার থানা রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের সরেরপাড় গ্রাম মৌজার ধানক্ষেত থেকে নায়েব আলী সরকার ( ৭৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। 

শুক্রবার কৃষকরা জমিতে ধান কাটতে গেলে পাকা ধানের জমিনে বৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী বাঙ্গরা বাজার থানার (ওসি ) মোহাম্মদ কামরুজ্জামানকে মুঠোফোনে জানালে থানার(তদন্ত )অমর চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নিহত বৃদ্ধা নায়েব আলী সরকার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউপির বড়িয়াকুরি গ্রামের মৃত সুবোধ আলীর ছেলে। তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর  জাহাপুর ইউপির বড়িয়াকুরি গ্রামের বাড়িতে ৪ ছেলে ও ২ মেয়ে রেখে প্রায় দুই বছর আগে  উপজেলা রামচন্দ্রপুর আমিননগর মাজারের পাশে নতুন বাড়ী নির্মান করে বসবাস করে আসছেন। প্রায় ৫ বছর আগে মুরাদনগর উপজেলা পার্শ্ববতী বি-বাড়ীয়া জেলা  নবীনগর উপজেলা দুবাচাইল গ্রামের রেনু মিয়ার মেয়ে মরিয়মের নেছাকে বিয়ে করেন।তার ২য় স্ত্রী’র সংসারে ৩ বছর বয়সী আবু ইউছুফ ও ৮ মাস বয়সী আবু মুছা নামের দুটি ছেলে রয়েছে। এ ব্যাপারে বৃদ্ধার লাশ উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা ওসি তদন্ত অমর চন্দ্র দাস বলেন, বিশেষ তদন্তের জন্য কুমিল্লা জেলা থেকে পিবিআই তদন্তকারী ঘটনাস্থল এসেছেন। পিবিআই পরামর্শ অনুযায়ী লাশ থানায় নিয়ে যাচ্ছি। তারা তদন্ত করবে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাবো, রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তার মৃত্যুতে ঐ এলাকার লোকজন শোক নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *