কুমিল্লায় কালীপূজার মোমবাতি আগুনে দাস বাড়ি পুড়ে ছাই
মোঃ শাকিল মোল্লাঃ কুমিল্লার মুরাদনগর উপজেলা যাত্রাপুর পশ্চিম পাড়া উপন্দ্র চন্দ্র দাসের বসতঘরের মোমবাতির আগুনে পুড়ে চাই হয়ে যায়। জানা যায়, উপজেলার যাত্রাপুর পশ্চিম পাড়া উপন্দ্র চন্দ্র দাসের বসতঘরের চতুর দিকে মোমবাতি আগুনে কালী পূজা অর্চনা দেয়। গতকাল রাত ১১টার দিকে মোমবাতি আগুন থেকেআগুন সূত্রপাত হয়ে একটি চৌচালা টিনের ঘড় সহ ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতি পরিমান প্রায় ৫ লাখ টাকা বলে জানা জায়। খবর পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।