লালপুরের বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী আসলামের বিশাল শোডাউন
লালপুর(নাটোর)প্রতিবেদকঃ নাটেরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীতা ও নিজের অবস্থান জানান দিতে মোটর সাইকেল শোডাউন করেছে বিশিষ্ট ব্যবসায়ী আসলাম উদ্দিন। রবিবার ( ১৫ নভেম্বর) বিকেলে বিলমাড়ীয়া বাজার থেকে মোটর সাইকেল নিয়ে নিজের সমর্থকদের নিয়ে ৯ টি ওয়ার্ডের গ্রামের প্রধান সড়ক পদক্ষিন করে বাজার মোড়ে পথ সভায় মিলিত হয়। এ সময় আসলাম উদ্দিন বলেন, আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের মাঝে আসব, দোয়া ও ভোট দিয়ে নির্বাচিত করলে বিলমাড়ীয়াকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। বিট্রিশ আমলের ঐতিহ্যবাহী ফুটবল মাঠ, বিলমাড়ীয়া চাষি ক্লাবকে সংস্কার করে যুব সমাজকে সাথে নিয়ে কাজ করবো। মোহরকয়া, রহিমপুর, বিলমাড়ীয়া বাজারকে আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চেষ্টা অব্যাহত রাখব। তিনি আরো বলেন, চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে চরের মাঠের ফসল রক্ষায় প্রয়োজনীয় ব্যবসথা নেয়া হবে।