জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এএসপি শিপন হত্যার প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন
মোহাম্মদ বিপ্লব সরকার, চাঁদপুর জেলা প্রতিবেদকঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র বাংলাদেশ পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি আনিসুল করিম (শিপন) হত্যার প্রতিবাদে ও খুনিদের দ্রুত বিচারের দাবীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় শহরের শপথ চত্বর এলাকায় মানববন্ধনে সাবেক অধ্যক্ষ রনজিৎ কুমার বনিকের সভাপতিত্বে ও মাইনুইদ্দিন ভূঁইয়া রানার পরিচালনায় বক্তব্য রাখেন আইআইটি ডিরেক্টর প্রফেসর ড. এম মেজবাউদ্দিন সরকার, মুন্সিরহাট কলেজের অধ্যক্ষ এম এ মালেক, মতলব সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোশারফ হোসেন, শিক্ষার্থী তৌহিদুল আলম, ইফতিদা জামান বতি, সাইফ শাহরিয়ার, জুলফিসার রাবেয়া, ফয়জুল ইসলাম নিরব, আলভি করিম খান, আব্দুর রহমান সার্জিল প্রমূখ। এসময় বক্তারা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র বাংলাদেশ পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার( এএসপি) আনিসুল করিমের (শিপন) হত্যাকারীদের আইনের আওয়তায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।