মুরাদনগর ইউএনও ও ভূমি কার্যালয়ের কর্মচারীদের কর্মবিরতী

Spread the love

আবুল কালাম আজাদ ভূইয়া: সরকারি দপ্তরের কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন স্কেল উন্নীতকরণের দাবিতে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের তৃতীয় শ্রেণির কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে।বাংলাদেশ বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারী সমিতি (বাবিককাকস)  ও বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর আয়োজনে মঙ্গলবার সরকারি অফিসের তৃতীয় শ্রেণির কর্মচারীরা এ কর্মবিরতি পালন করে। বাবিককাকস ও বাকাসস’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গত পহেলা জানুয়ারী থেকে সারাদেশে একযোগে বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা ভূমি অফিসের তৃতীয় শ্রেণির কর্মচারীরা এই কর্মবিরতী পালন করে আসছে। যার অংশ হিসাবে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের কর্মচারীরা এই কর্মবিরতী পালন করে। এ দিন তারা বিক্ষোভও করেন।কর্মবিরতি পালনকালে বক্তারা, বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিসের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবি জানান।কর্মবিরতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা ভুমি অফিসের ভারপাপ্ত প্রধান সহকারী হারুন অর রশিদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের সাটিফিকেটের সহকারি আব্দুল জলিল, অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শাহ আলম,সাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর দেলোয়ার হোসেন,একাউন্টেন্ট ক্লার্ক নুরুল আমিন, উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার আশিকুর রহমান, চেকিং কাম সায়রাত সহকারী রাহেলা সুলতানা প্রমুখ।উল্লেখ্য, সরকারি দপ্তরের তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন স্কেল উন্নীতকরণের দাবিতে পহেলা জানুয়ারী ২০২০খ্রি. থেকে আগামি ২৭ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচী ঘোষণা করে বাকাসস। যার ধারাবাহিকতায় সোমবার এই কর্মবিরতী পালন করে তারা। ২৭ মার্চের মধ্যে দাবি মানা না হলে, ২৮ মার্চ ঢাকা প্রেসক্লাবে মহা সমাবেশের ঢাক দিয়েছে বাকাসস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *