মুরাদনগরে কৃষককে বীজ ও সার বিতরণ—-সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন(এফসিএ)
আবুল কালাম আজাদ ভ্ইয়াঃ চলতি মৌসুমে মুরাদনগর উপজেলার কৃষি প্রণোদনার অংশ হিসাবে তিন হাজার ৫৩০ জন প্রান্ত্রিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে গম, সুর্যমূখী, মসুর, ভুট্টা, সরিষা, খেসারী, মরিচ, বোরো ও পেয়াজ ফসলের বীজ ও পরবর্তী খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগের বীজ এবং ডিএমপি ও এমওপি রাসায়নিক সার বিতরণ করেন সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন(এফসিএ)।বুধবার দুপুরে মুরাদনগর উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ সোহাগ।
বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, কুমিল্লা জেলা পরিষদ সদস্য ভিপি জাকির হোসেন, আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমন্বয়কারী আফজালের রহমান, ইউপি চেয়ারম্যান একেএম সফিকুল ইসলাম, কাইয়ুম ভুইয়া, আবুল হাসেম, উপজেলা কৃষক লীগের আহবায়ক খন্দকার কামাল উদ্দিন, যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাসান, সাবেক আহবায়ক আব্দুর রহিম সরকার, বাঙ্গরা বাজার থানা কৃষক লীগের আহবায়ক আবু মুছা আল কবির, বঙ্গবন্ধু ডিপ্লেমা কৃষিবিদ পরিষদের উপজেলা সভাপতি ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা প্রদীপ কুমার সাহা, সাধারণ সম্পাদক ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা খলিলুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়সাল আহমেদ নাহিদ, যুগ্ন আহবায়ক বিল্লাল হোসেনসহ বিভিন্ন বøকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং প্রণোদনা ও কৃষি পূনর্বাসনপ্রাপ্ত কৃষকগণ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কুড়াখাল কুরুন্ডি দাখিল মাদরাসার সুপার মাওলানা আনম জসিম উদ্দিন, কৃষক সামছুল হক ও কৃষাণী মাহমুদা আক্তার।
উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ সোহাগ বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষিকে আধুনিক ও বাণিজ্যিকভাবে লাভবান করার জন্য সরকার কৃষকদের প্রণোদনার মাধ্যমে উদ্বুদ্ধ করছে। কৃষকদের বিনামূল্যে সার, বীজ দিয়ে সহায়তা করছে।
বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল।এডভোকেট আবুল কালাম আজাদ তমাল বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে কৃষিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। সেই সাথে কৃষকদের বিষমুক্ত নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ ফসল উৎপাদন করতে হবে।
সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন(এফসিএ) বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকদের উন্নয়নের কাজ করে যাচ্ছেন। এই করোনা কালীন সময়ে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য বদ্ধ পরিকর। করোনা পরবর্তী যাতে খাদ্যের কোনো ঘাটতি না হয় এজন্য সরকার কৃষকদের প্রণোদনাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদ্বুদ্ধ করছেন। ২০২০-২১ অর্থবছরে রবি মৌসুমের এবং পরবর্তী খরিপ-১ গ্রীষ্মকালীন মুগ ফসলের জন্য কৃষি প্রণোদনা ও কৃষি পুনর্বাসনের উপর এ রাসায়নিক সার ও বীজ বিতরণ কার্যক্রমের হাতে নিয়েছে।