লালপুরে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের উদ্বোধন
সালাহ উদ্দিন, লালপুর (নাটোর) প্রতিবেদক : নাটোরের লালপুরে রবি/২০২০-২১ মৌসুমে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্রাসরণ অধিদপ্তরের আয়োজনে ৪হাজার ৯২০ জন কৃষককে পূনর্বাসন ও ২৫০০ জন কৃষককে প্রনাদনা দেয়ার অংশ হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার বানু, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস্কেন্দার মির্জা, যুগ্ন সাধারণ সম্পাদক আলা উদ্দীন, গোলাম কাওছার, জেলা তাঁতীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, উপজেলা যুবলীগের সভাপতি ও ৫ নং বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু প্রমূখ।