মোচাগাড়া ক্রিকেট খেলা অনুষ্ঠিত
মুরাদনগর প্রতিবেদকঃ ‘মাদককে না বলো, ক্রিকেট খেলতে মাঠে চলো’ এ শ্লোগানে নৈশকালীন প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। উৎসবমূখর পরিবেশে শুক্রবার রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া দড়িপাড়া স্কুল মাঠে ওই খেলা অনুষ্ঠিত হয়। ভুইয়া বাড়ি যুবকদের উদ্যোগে আয়োজিত খেলায় প্রধান অতিথি ছিলেন, ১০নং যাত্রাপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, সমাজ সেবক সাইফুজ্জামান খন্দকার স্বপন, ইউপি সদস্য নান্নু মিয়া বেগ, মিনুয়ারা বেগম, এনকারেজওয়ের পরিচালক রাসেল আহাম্মদ। খেলায় অংশ নেয় শাওন একাদশ বনাম রুবেল একাদশ। সর্ট ক্রিজের ১২ ওভারের খেলায় ৭ উইকেট ২৮ রানে জয়লাভ করে শাওন একাদশ। খেলা শেষে পুরস্কার তুলে দেন ১০নং যাত্রাপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, দেহ, মন সুস্থ্য রাখতে খেলার কোন বিকল্প নেই। মাদক ছেড়ে খেলাধুলায় যুবকদেরকে মনোনিবেশ করতে হবে। তবেই তারা দেশ ও জাতির কল্যানে নিজেকে বিলিয়ে দিতে পারবে। আজকের এ আয়োজন সত্যিই প্রশংসনীয়। প্রতিবছর ধারাবাহিকতা অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা করছি। টুর্নামেন্ট সভাপতি বশির আহামেদ ভুইয়ার সভাপতিত্বে উক্ত খেলায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, দৈনিক ভোরের কাগজের সাংবাদিক শামীম আহম্মেদ, সফিকুল ইসলাম মাস্টার, আলহাজ্ব সরু ভুইয়া, জাকির হোসেন ভুইয়া, বাছির মিয়া মুন্সী, আবু তাহের খন্দকার, হাফেজ মুর্শিদ আলম, আব্দুর রহিম ও লিল মিয়া প্রমুখ। খেলায় অংশ নেয় শাওন একাদশ বনাম রুবেল একাদশ। সর্ট ক্রিজের ১২ ওভারের খেলায় ৭ উইকেট ২৮ রানে জয়লাভ করে শাওন একাদশ। খেলা শেষে পুরস্কার তুলে দেন ১০নং যাত্রাপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ।