হোমনায় শ্রীপুরে ৫০পিছ ইয়াবাসহ গ্রেফতার-৩
এমএ কাশেম ভূঁইয়া,হোমনা (কুমিল্লা) প্রতিবেদকঃ কুমিল্লার হোমনার শ্রীপুর বাজারে অভিযান চালিয়ে ৫০ পিছ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ।
শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জয়পুর ইউনিয়নের শ্রীপুর বাজারে থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করেন থানার সুদক্ষ এসআই মো. ইকবাল মনির। গ্রেফতারকৃতরা হলো-শ্রীপুর গ্রামের মো. সুমন মিয়া ও রুবেল মিয়া এবং অনন্তপুর গ্রামের মো.নুরুল হক।
হোমনা থানার অফিসার ইনচার্জ মো. আবুল কায়েস আকন্দ জানান, গত শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০পিছ ইয়াবাসহ ৩জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দিয়ে শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।