সংবাদপত্র হচ্ছে সমাজ ও রাষ্ট্রের আয়না—পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ

Spread the love

আবুল কালাম আজাদ ভূইয়াঃ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ(পিআইবি)মহাপরিচালক ও একুশে পদকপাপ্ত সাংবাদিক জাফর ওয়াজেদ বলেছেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন ক্ষণজন্মা পুরুষ। হিমালয়ের চেয়ে উঁচু ছিল তাঁর ব্যক্তিত্ব ও সাহস। ব্ঙ্গবন্ধুর জীবন ও কর্মের মূল্যায়ন আজও হয়নি।বঙ্গবন্ধুর সামগ্রিক জীবন ও কর্মধারা,তাঁর দর্শন,মতবাদ,দেশ শাসন নিয়ে বিশ্লেষণ ও গবেষণার কাজ করছে পিআইবি। গত (২২ ডিশেম্বর) মঙ্গলবার বিকালে পিআইবি সেমিনার কক্ষে কুমিল্লা জেলা মুরাদনগর-দেবিদ্বার সাংবাদিকদের জন্য সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে এসব কথা বলেন।তিনি আরো বলেন,সংবাদপত্র হচ্ছে সমাজ ও রাষ্ট্রের আয়না। সংবাদপত্রের মাধ্যমে জনগণকে শিক্ষাদান, মৌলিক অধিকার রক্ষা ও বিভিন্ন সামাজিক গোষ্ঠীকে কাজে উৎসাহিত করা এবং সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, গণতন্ত্রকে আরও শক্তিশালী করা- এই ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্দেশ্য। কিন্তু তিনি তা দেখে যেতে পারেননি। তার সুযোগ্যকন্যা দূরদৃষ্টিসম্পন্ন বিশ্বনেতা এবং বাংলাদেশের গৌরব প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আজ তার সেই স্বপ্ন পূরণ হয়েছে। জাফর ওয়াজেদ বলেছেন,করোনা কালে সাংবাদিকরাই বেশী ঝুকিপূর্ন রয়েছে।তাদের ঝুকি নিয়ে সংবাদ সংগ্রহ করতে হচ্ছে।করোনা কালে ছাপা পত্রিকার পাঠক কমায় পাশাপাশি টেলিভিশন দর্শক এবং বেতারের শ্রোতা বাড়লেও প্রাথমিক তথ্যের জন্য অনলাইনে ওপর আরও নির্ভরশীল হয়ে উঠেছে মানুষ।

এসময় আরো বক্তব্য রাখেন,প্রধান বক্তা দৈনিক সংবাদ ব্যবস্থাপনা সম্পাদক ও সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বোর্ড সদস্য মোঃ কাশেম হুমায়ুন বলেন, রাজনীতি বিভাজন দূর করতে হবে।বঙ্গবন্ধু অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে এদেশ স্বাধীন হয়েছে।৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। সৌদী আরব রাজ তন্ত্র ।সৌদী ইসলামী রাস্ট্র নয়।বাংলাদেশে মুসলমানরা সবসময় নির্যাতনের মধ্যে রয়েছে।বাংলাদেশ থেকে ভারত পাকিস্থান বেশী উন্নত নয়।পিআইবি উপ-পরিচালক(প্রশাসন ও অর্থ)জাকির হোসেন বলেন,মফস্বল সাংবাদিকরা একাডেমিক শিক্ষা নিয়ে প্যাক্টিক্যাল যেতে পারে না।বাস্তব মুখী প্রশিক্ষণ।আপনাদের ব্যাজ লাইন আছে।ফাউন্ডেশন ভালো।পিআইবি কাছ থেকে গাইড লাইন নিন।কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা ও দেবিদ্বার উপজেলা কর্মরত সাংবাদিকদের পেয়ে পিআইবি আনন্দিত ও  গর্বিত।আপনারা তিন দিন বুনিয়াদি প্রশিক্ষণ পেয়েছেন, আপনাদের স্পৃহা ও মেধা থাকলে এগিয়ে যাবেন।

সমন্বয়কারী ও পিআইবি প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম বলেন,আমরা যা দেখি ও শুনি এটাই সংবাদ।যা লুকিয়ে থাকে তা বের করে আনাই সংবাদ।সংবাদ নিরপেক্ষ ও সঠিক হতে হবে।বস্তুনিষ্ট হতে হবে।যেমন, পানিকে পানি, বাতাশকে বাতাশ, মাটিকে মাটি বলতে হবে।আম গাছে জাম ধরেছে বলা যাবে না।

শিক্ষার্থী এবিএম আতিকুর ইসলাম বাশার বলেন,যতই শিখি। ভূলে যাই।এই প্রশিক্ষণটি আরো আগে দরকার ছিল।তাই প্রশিক্ষণ নিয়েছ। সমাজের ও দেশের কাজে আসবে। ১৯৭৮ সাল থেকে সংবাদপত্রে কাজ করছি।

শিক্ষার্থী বেলাল উদ্দিন বলেন,দীর্ঘদিন প্যাক্টিক্যাল কাজ করছি।-এ বুনিয়াদি প্রশিক্ষনটি সময় উপযোগ হয়েছে। খুব উপকার আসবে।মুরাদনগর ও দেবিদ্বার উপজেলা ২৮ জন শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতারণ করা হয়।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)।পিআইবি আয়োজনে রবিবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত পিআইবি সেমিনার কক্ষে (২০-২২ ডিশেম্বর/২০২০খ্রিঃ।তিনদিন ব্যাপী কুমিল্লা জেলা মুরাদনগর দেবিদ্বার উপজেলা’র ২৮জন সাংবাদিকদের জন্য সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন করেন,পিআইবি উপ-পরিচালক(প্রশাসন ও অর্থ)জাকির হোসেন।

রবিবারঃ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভারসিটি গণ যোগাযোগ বিভাগ সহযোগী অধ্যাপক ড.শেখ শফিউল ইসলাম।সাংবাদিকতা সংজ্ঞা,বৈশিষ্ট্য ও উপাদান,সংবাদ মূল্য ও সংবাদ চেতনা আলোচনা করেন।চ্যানেল আই-এর সিনিয়র নিউজ এডিটর মীর মাশরুর জামান, রির্পোটিং এ সাংবাদিকদের করণীয় ও বর্জনীয় নিয়ে আলোচনা করেন।পিআইবি প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম, সংবাদ কাঠামো,সংবাদ সূচনা ও শিরোনাম ও সংবাদের উৎস নিয়ে আলোচনা করেন।

সোমবারঃ সকালে বাংলাভিশন টেলিভিশন সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদ,ফিচার লেখা ধারণা নিয়ে আলোচনা করেন।ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ সহকারী অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান কাজল,ফিচার লেখার কৌশল নিয়ে আলোচনা করেন।সংবাদ লেখার কৌশল,সাক্ষাৎকার গ্রহণের কৌশল নিয়ে আলোচনা করেন,ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ সহকারী অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান কাজল।

মঙ্গলবারঃ এমআরডিআই(হেড অব ইনভেস্টিগেঠিভ জার্নালিজম) মোঃ বদরুদ্দোজা বাবু।অনুসন্ধানী প্রতিবেদন কী এবং কেন?হাতে কলমে লেখায় নিয়ে আলোচনায় আসেন।পিআইবি প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম।অনুসন্ধানী প্রতিবেদনের বিভিন্ন দিক,অনুসন্ধানী প্রতিবেদনের উৎস সূত্র,সাংবাদিকতায় নীতিমালা ও আইন নিয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *