Spread the love

ব্রাহ্মণবা‌ড়িয়ায় প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বর্ষ সমাপনী ও ব্যবসা উন্নয়ন সভা

না‌সির আহ‌মেদ (ব্রাহ্মণবা‌ড়িয়া) প্রতিবেদকঃ প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লি‌মি‌টেড ব্রাহ্মণবা‌ড়িয়া পূর্ণাঙ্গ সা‌র্ভি‌সিং সেন্টার কর্তৃক আ‌য়ো‌জিত সূর সম্রাট আলাউ‌দ্দিন সঙ্গীতাঙ্গনে বর্ষ সমাপনীও ব্যবসা উন্নয়ন সভা ২০২০ অনু‌ষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন কোম্পান‌ীর ব্যবস্থাপনা প‌রিচালক ও সিইও মোঃ আ‌পেল মাহমুদ,বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন উপ-ব্যবস্থাপনা প‌রিচালক মোঃ আ‌নিছুর রহমান মিয়া, উপ-ব্যবস্থাপনা প‌রিচালক (চট্টগ্রাম বিভাগ) এম,এ ম‌তিন, কুমিল্লা ক‌র্পো‌রেট জো‌নের এস‌ভি‌পি ও ইনচার্জ এম এ আহাদ, উক্ত সভায় সভাপ‌তি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন ব্রাহ্মণবা‌ড়িয়া পূর্ণাঙ্গ সা‌র্ভি‌সিং সেন্টারের ই‌ভি‌পি ও ইনচার্জ মোঃ আব্দুল আ‌জিজ । আরও উপ‌স্থিত ছি‌লেন কসবা জোনাল ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, মোঃ দে‌লোয়ার হো‌সেন,আঃ বা‌ছির সরকার, রুপসদী অ‌ফিস ইনচার্জ মোঃ আ‌মির হামজা, ফরদাবাদ অ‌ফিস ইনচার্জ মোঃ জা‌কির হো‌সেন সহ জেলার বি‌ভিন্ন অ‌ফি‌সের উন্নয়ন কর্মকর্তাগণ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *