ঊষার আলো সংগঠনের করোনা সচেতনতায় মাস্ক ও লিফলেট বিতরণ

Spread the love

হালিম সৈকত,কুমিল্লা প্রতিবেদকঃ শীতকালে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সম্ভাবনা থাকায় কুমিল্লা মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে করোনার এই মহামারীতে জনসচেতনতা মূলক লিফলেট এবং মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ঊষার আলো সেবা পরিষদের স্বেচ্ছাসেবকরা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শুভ উদ্বোধন করেন আবুল কাশেম, ভিক্টোরিয়া স্কুলের প্রধান শিক্ষক ও সংগঠনের উপদেষ্টা ইসমাইল মুনসী,সংগঠনের সভাপতি আরিয়ান খান নিহাল,সিনিয়র সহ-সভাপতি নীলাঞ্জন দাশ,বিলকিস হাসিনা এরিকা,সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন,সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন,সহ প্রচার সম্পাদক আশিক খান,দপ্তর বিষয়ক সম্পাদক ফাহাদ ,নির্বাহী সদস্য ফয়সাল হোসেন,জাহিদুল ইসলাম,মিঠুন চক্রবর্তী সহ অন্যান্য সদস্যরা।উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আরিয়ান খান নিহাল।এসময় ঊষার আলো সেবা পরিষদের সাধারণ সম্পাদক ও ছাত্রনেতা সাজ্জাদ হোসেন সরকার বলেন করোনা ভাইরাস প্রতিরোধে আসুন সবাই মাস্ক পরি।করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলি। জ্বর, কাশি,সর্দি হলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করি। ঘরে থাকি নিজে নিরাপদ থাকি, অন্যদের নিরাপদ ও মাস্ক পড়তে সচেতন করি। সংগঠনের সদস্যরা নগরীর কান্দিরপাড়, পথচারী, সি.এন.জি চালক ও যাত্রীদের মধ্যে মাস্ক ও লিফলেট  বিতরণ  করা  হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *