ছাত্রদলে ৪২তম প্রতিষ্ঠা বাষিকী পালিত পাথরঘাটায়

Spread the love

এসএম জসিম,পাথরঘাটা (বরগুনা) প্রতিবেদকঃ বরগুনার পাথরঘাটায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠা বাষিকী পালিত হয়েছে। আজ শুক্রবার (১ জানুয়ারি) সকাল ১০ টার সময় পাথলঘাটা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর কেক কাটার মধ্য দিয়ে বিভিন্ন কর্মসুচি শুরু হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক অ্যাডভোকেট ছগির হোসেন লিয়ন।

পাথরঘাটা পৌর ছাত্রদলে আহবায়ক রাহাজুল ইসলাম রাহাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বরগুনা জেলা বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক মনিরুজ্জামান, পাথরঘাটা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, চৌধুরী মো. ফারুক, সাবেক পৌর বিএনপির সভাপতি ও পৌর নির্বাচনের বিএনপির মনোনীত মেয়র প্রার্থী শাহাবুদ্দিন সাকু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মনিরুজ্জামান, বরগুনা জেলা যুবদলের সহ-সভাপতি এরফান আহমেদ সোয়েন, পাথলঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইসমাইল সিকদার, উপজেলা ছাত্রদলের আহŸায়ক মামুন আহমেদ, সদস্য সচিব আরাফাত রহমান অভিসহ দলীয় নেতা কর্মী বৃন্দু।

এসময় বক্তারা বলেন, আওয়ামীলীগের দু:শাসনের আমলে আমরা নির্যাতিত হয়েছি। এবার আসন্ন পৌরসভা নির্বাচনে সুষ্ঠ ভোট হলে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিবো। ছাত্রদলের প্রতিষ্ঠা বাষিকীতে নির্বাচিত কর্ম পরিকল্পনা  করে বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *