হোমনায় নিচিচা’র বিনামূল্যে মাস্ক সচেতনতামূলক প্রচারপত্র বিলি

Spread the love

হালিম সৈকত,  কুমিল্লা প্রতিবেদকঃ 

হোমানায় স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ চিকিৎসা চাই এর উদ্যোগে বিনামূল্যে মাস্ক,  লিফলেট বিতরণ ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।  

কভিড -১৯ থেকে বাঁচার রক্ষাকবচ হিসেবে মাস্ক ব্যবহারে জনসাধারণকে উদ্বুদ্ধ করার অংশ হিসেবে ৩ ডিসেম্বর সকাল ১১ টায় হোমনা শিল্পকলা একাডেমির সামনে এই কর্মসূচী পালন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  হোমনা প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল হক সরকার।  সভাপতিত্ব করেন নিচিচা’র কুমিল্লা জেলার আহ্বায়ক কবি, সংগঠক মোঃ আলী আশরাফ খান।  আরও কথা বলেন, নিচিচা’র জেলা কমিটির সদস্য সাংবাদিক হালিম সৈকত, দৈনিক গণকন্ঠ পত্রিকার হোমনা প্রতিনিধি মোঃ আইয়ূব আলী মাষ্টার, জাতীয় ছাত্র সমাজ হোমনা উপজেলার সভাপতি ডাঃ আল আমিন সিকদার শাওন,  জাতীয় যুবসংহতি হোমনা উপজেলার সভাপতি সরকার মুকুল মাহমুদ ও সৃষ্টির সহ সভাপতি দ্বীন ইসলাম রাজু প্রমুখ। 

সঞ্চালণা করেন  নিচিচা’র কুমিল্লা  জেলা কমিটির সদস্য মোঃ নুর নবী সরকার।   উপস্থিত ছিলেন হোমনা জাতীয় যুব সংহতির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম কাবিল, স্বেচ্ছাসেবক কামরুল হাসান, হোমনা প্রেসক্লাবের মহিলা সম্পাদিকা সোনিয়া আফরিন, স্বেচ্ছাসেবক মোঃ এমরান হোসেন লিটন ও হোমনা পৌর ছাত্র সমাজের সভাপতি মোঃ বাসেত প্রমূখ।             

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *