তিতাসে সাতানী ইউনিয়ন বিএনপি’র সাথে উপজেলা নেতৃবৃন্দের মতবিনিময়
হালিম সৈকত, কুমিল্লা প্রতিবেদকঃ তিতাস উপজেলার সাতানী ইউনিয়ন বিএনপির সাথে উপজেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।(১১ জানুয়ারি) সোমবার সকাল ১০ টায় উপজেলার গাজীপুরস্থ তিতাস ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি ভূঁইয়া’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান সরকার।এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আলী হোসেন মোল্লা,সহ-সভাপতি মোঃ আক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন মুন্সী, মোঃ তোফায়েল হোসেন খান,সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম যাদু মোল্লা,কাজী কবির হোসেন সেন্টুসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। রবিবার সাতানী ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবার কথা থাকলেও বিশেষ কারণে হয়নি। সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন উর্ধ্বতন নেতৃবৃন্দ।মতবিনিময় সভায় প্রার্থী, পূর্বেকার কমিটির সাতানী ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ তাদের মতামত তুলে ধরেন।কারা কারা ভোট প্রয়োগ করতে পারবেন সেটি আজ নির্ধারিত হয়েছে।কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে বলে সকলে একমতে পৌঁছেন।