চান্দিনায় ১টি ককটেল ২টি পাইপগান ১টি গ্যাসগানসহ সন্ত্রাসী আটক

Spread the love

চান্দিনা(কুমিল্লা) প্রতিবেদকঃ চান্দিনায় ১টি ককটেল ২টি পাইপগান ১টি গ্যাসগানসহ সন্ত্রাসী আটক করেছে পুলিশ।

চান্দিনা থানা ও গ্রামবাসী সূত্রে জানাযায়, বৃহস্পতিবার (২১জানুয়ারী) দুপুর দেড়টায় কুমিল্লা জেলা চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গণিপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অস্ত্র উঁচিয়ে গ্রামবাসীকে ধাওয়া করে তানভীর আহমেদ ভূইয়া (২৮) নামে একজন সন্ত্রাসী।

এসময় তার কাছ থেকে ২টি দেশীয় তৈরি পাইপগান, ১টি গ্যাসগান উদ্ধার করে পুলিশ। আটক তানভীর চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গণিপুর গ্রামের মৃত মাহবুবুর রহমান বাবুল ভূইয়ার ছেলে।

গ্রামবাসী জানান, দীর্ঘদিন যাবৎ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে তানভীর। বৃহস্পতিবার সকালে ১৪ বছরের এক কিশোরকে মারধর করে। ওই ঘটনায় দুপুরে স্থানীয় গণ্যমান্য লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তানভীর ঘর থেকে অস্ত্র বের করে সকলকে ধাওয়া করে। এদিকে ঘটনার সময় স্থানীয়রা ১টি ককটেল উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, তুচ্ছ ঘটনায় অস্ত্র উঁচিয়ে গ্রামের কিছু লোকজনকে ধাওয়া করায় স্থানীয়রা পুলিশের জরুরী নম্বর ৯৯৯ ফোন করে।৯৯৯ থেকে ফোন পেয়ে এসআই গিয়াসউদ্দিনের নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ ফোর্স যায় এবং তানভীর নামে ওই যুবককে আটক করে। তার দেওয়া তথ্য অনুযায়ী ঘরের মেঝেতে মাটি খুড়ে লুকিয়ে রাখা ২টি পাইপগান ও ১টি গ্যাসগান করে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *