তিতাসে মীরবহরী দারুসসুন্নাত দ্বীনিয়া মাদরাসা ও খানকায়ে ছালেহিয়া মুহিবিয়া কমপ্লেক্সে শীতবস্ত্র উপহার

Spread the love

নিজস্ব প্রতিবেদক:কলাকান্দি মীরবহরী দারুসসুন্নাত দ্বীনিয়া মাদরাসা ও খানকায়ে ছালেহিয়া মুহিবিয়া কমপ্লেক্সে শীতবস্ত্র উপহার প্রদান করেছে সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাব।  

২৬ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় এতিম ও অসহায় ছাত্রদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। ফ্রেন্ডস ক্লাবের ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে আজ ১০তম পর্বে মীরবহরী মাদরাসায় প্রদান করা হলো।এ সময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা,  কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক হালিম সৈকত,  তিতাস উপজেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ আহমেদ,  কলাকান্দি ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আলমগীর,  সাধারণ সম্পাদক রায়হান মামুন,  ভিটিকান্দি ইউনিয়ন শাখার সভাপতি মাহবুব হাসান নিরব,নারান্দিয়া ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক হৃদয় খান,  জেবেল সরকার,  বন্ধন সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা এমআই টিপু,  উক্ত মাদরাসার মোত্বয়ালী মাওলানা জয়নাল আবেদীন,  মুহতামিম মাওলানা ফেরদৌস রহমান, সহকারি শিক্ষক হাফেজ মোঃ এমদাদ উল্লাহ,  হাফেজ নাসির উদ্দিন,  হাফেজ আঃ কাদির,  সমাজসেবক মুসা সরকার,  খাদেম রিপন হাসান নিপু ও খাদেম মোঃ জমির আলী প্রমুখ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *