মুরাদনগরে জমির শাহ মস্তান (রঃ)’র তিন দিন ব্যাপী ওরশ মোবারক
Spread the love
আবুল কালাম আজাদঃমুরাদনগরে জমির শাহ মস্তান(রঃ)’র ওরশ মোবারক অনুষ্ঠিত হচ্ছে।দরবার শরিফের খাদেম কাজী শারফিন শাহ সাংবাদিকদের জানান, হযরত কাজী শাহ মোফাজ্জল হোসেন জমির শাহ মস্তান (রঃ)প্রকাশ্যে হযরত জমির শাহ মস্তান (রঃ)’র দরবার শরিফে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার (২৮, ২৯ ও ৩০ জানুয়ারী/২০২১)তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক। কুমিল্লা জেলা মুরাদনগর মধ্যপাড়া হযরত জমির শাহ মস্তান (রঃ)এর মাজারে বাৎসরিক ওরশ মোবারক পালন করা হবে।মাজারের আলোকসজ্জা ও মাস ব্যাপী কাঠের মেলাসহ ওরশের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। ইতি মধ্যে দেশ বিদেশ থেকে শত শত ভক্ত আশেকানরা চলে এসেছেন।আপনারা সকলেই আমন্ত্রীত।