ডাকাতি করার আগে ডাকাত ধরায় ওসিকে ফুল দিলো শুভসংঘ
আজিজুর রহমান রনি: প্রবাদে আছে চোর পালালে বুদ্ধি বাড়ে। লোকমুখে প্রচলন ছিল ঘটনা ঘটার পর পুলিশ আসে। এসব কথা গুলোর ব্যাতিক্রম ঘটনা ঘটিয়েছেন কুমিল্লা জেলার মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান। ডাকাতির প্রস্তুতির কালে আন্তজেলার চারজন ডাকাতকে আটক করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশংসায় ভাসছেন তিনি। অপর দিকে ডাকাতি করার আগে ডাকাত ধরার মতো প্রশংসনীয় কাজ করায় গতকাল বুধবার সন্ধ্যায় কালের কণ্ঠ শুভসংঘ মুরাদনগর উপজেলা শাখা ওসিকে ফুলের তোরা দিয়ে অভিনন্দন জানায়। ওসি সাদেকুর রহমান বলেন, কালের কণ্ঠের শুভসংঘের আকস্মিক এমন ব্যতিক্রম উদ্যোগে আমি আপ্লুত। তিনি আরো বলেন, দুই মাস তের দিন হলো আমি মুরাদনগর থানায় জয়েন করেছি। আমার কাজ হচ্ছে উপজেলা বাসিকে নিরিবিচ্ছিন্ন সেবা প্রদান করা। তবে শুভসংঘের এই উদ্যোগ আমার কর্মে স্পিহা আরো বাড়িয়ে দিলো। এসময় উপস্থিত ছিলেন, প্রভাষক আজিজুর রহমান, সাংবাদিক হাবিবুর রহমান,শামিম আহম্মেদ, জাকির হোসেন, এমকে আই জাবেদ, শুভসংঘের সভাপতি নিজাম উদ্দিন ভূইয়া, সম্পাদক রাসেল মিয়া, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ। উল্লেখ্য : গত সোমবার গভীর রাতে উপজেলার নেয়ামতকান্দি এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় আন্তজেলার চারজন ডাকাতকে আটক করে মুরাদনগর থানা পুলিশ। আটককৃত ডাকাতরা হলো, উপজেলার পাহাড়পুর গ্রামের মৃত ডা: নুরুজ্জামানের ছেলে হেদায়ত উল্লাহ ওরফে মনির, জেলার কোতোয়ালি থানার নোয়াপাড়া গ্রামের আবু রায়হানের ছেলে জীবন মিয়া, ফেনী সদরের বিরিঞ্চি গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে জাহিদ হাসান ও উপজেলার লাজৈর গ্রামের আব্দুল্লাহর ছেলে ফরহাদ হোসেন।