মুরাদনগর রাস্তায় চলছে ট্রাক, বাড়ছে হতাহতঃ আইন-শৃঙ্খলা কমিটির সভা

Spread the love

আবুল কালাম আজাদঃ মুরাদনগর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।(০৩ ফ্রেরুয়ারী)বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কবি নজরুল ইসলাম মিলনায়তনে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিষেক দাস। এ সময় সহকারী কমিশনার (ভূমি)সাইফুল ইসলাম কমল,মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. আহসানুল আলম কিশোর, ভাইস চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ তমাল,মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, মুরাদনগর থানা অফিসার ইনচার্জ(ওসি)সাকেদুর রহমান, বাঙ্গরা বাজার থানা অফিসার ইনচার্জ(ওসি)মোঃ কামারুজ্জামান তালুকদার,মুরাদনগর মাধ্যমিক কর্মকর্তা মোঃ শফিউল আলম তালুকদার,মুরাদনগর উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন,মুরাদনগর প্রাণী সম্পদ কর্মকর্তা কামারুজ্জামান খাঁন,মুরাদনগর পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম,ডাঃ মোঃ আবদুল্লাহ,ডাঃ কামারূল হাসান,ইউপি’র চেয়ারম্যান মোঃ আবু মুসা,নজরুল ইসলাম, আবুল কালাম আজাদ,রুহুল আমিন, মোঃ আব্দুল কাইয়ূম ভূইয়া, মোঃ জাকির হোসেন, ইকবাল সরকার, শফিকুল ইসলাম, মোঃ শাহজাহান বিএসসি, কাজী আবুল খায়ের,মোঃ শরিফুল ইসলাম,ভারপাপ্ত চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, সাংবাদিক আবুল কালাম আজাদ, মোঃ বেলাল উদ্দিনসহ আরো অনেকে আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে চলমান মুরাদনগর উপজেলা বিভিন্ন ইট ভাটার পরিচালিত ট্যাক্টরগুলো দিনে বেলায় রাস্তায় চলাচল নিষেজ্ঞা করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিষেক দাস।মুরাদনগর থানা অফিসার ইনচার্জ(ওসি)সাকেদুর রহমান ও বাঙ্গরা বাজার থানা অফিসার ইনচার্জ(ওসি)মোঃ কামারুজ্জামান তালুকদার বলেন, মুরাদনগর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ চোর-ডাকাত,সন্ত্রাস,জঙ্গিবাদ-মাদক,চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন।ইউপি’র চেয়ারম্যান কাজী আবুল খায়ের বলেন, ট্রাক্টর যাতায়াত করার জন্য রাস্তার ক্ষতি হচ্ছে। কোম্পানীগঞ্জ-নবীনগর,রামচন্দ্রপুর-মুরাদনগর,মুরাদনগর-ইলেটগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শত কোটি টাকার নির্মিত রাস্তার মাঝে ইট-পাথর উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে।নবীপুর পূর্ব ইউনিয়নের গকুলনগর গ্রামের পূর্বপাশে বিলে ২০-২৫টি ট্রাক্টর মাটি কেটে কৃষি জমি সাবার করছে।সাংবাদিক আবুল কালাম আজাদ বলেন, দিনের বেলা ট্রাক্টর রাস্তায় বেপরোয়া গতিতে চলছে। এতে করে অনেক নিরহ লোক ট্রাক্টর পিষ্টে পড়ে হতাহত হচ্ছে।উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিষেক দাস বলেন, কোন কোন গ্রামীণ রাস্তায় ওভারলোডিং ট্রাক্টর দিনের বেলা চলাচল নিষেজ্ঞা রয়েছে। রাতে বেলা ট্রাক্টর রাস্তায় বের হবে। দিনের বেলা ট্রাক্টর রাস্তায় বের হলে মানুষের কল্যানে ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *