লিগ্যাল এইড অফিস কুমিল্লা ও বেসরকারি উন্নয়ন এইডে বিনামূল্যে আইনগত সহায়তার গণশুনানি অনুষ্ঠিত
মোঃ জায়ফুল্লাহ খন্দকারঃ দৈনিক কুমিল্লা প্রতিদিন ও দৈনিক শ্রমিক ও অন্য দিগন্ত জেলা লিগ্যাল এইড অফিস কুমিল্লা ও বেসরকারি উন্নয়ন এইড-কুমিল্লা কর্তৃক যৌথ আয়োজনে খরচে বিনামূল্যে আইনগত সহায়তা বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানি অনুষ্ঠিত। উক্ত গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও অভিযোগ শুনেন সিনিঃ সহকারী জজ জনাব ফারহানা লোকমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব রোকেয়া বেগম শেফালী নির্বাহী পরিচালক এইড-কুমিল্লা , সভাপতিত্ব করেন জনাব মোঃ একরামুল হক,চেয়ারম্যান পেরুল দঃ ইউনিয়ন, উপজেলা লালমাই,কুমিল্লা।