হাফেজ আবদুল্লাহ ইসলামিক স্কলার হতে চায়
কুমিল্লা প্রতিবেদকঃ নাজেরা, আমপারা শেষ করেছেন বেশ সুন্দরভাবে। সময় মতো হিফজ সবক শুনিয়ে তুষ্ট করেন ওস্তাদদের। ঐশি গ্রন্থ তিরিশ পারা পাক কালাম মুখস্ত করে ফেলেছেন। আবদুল্লাহ বিন আব্দুল আউয়ালের নামের আগে যুক্ত হলো ‘হাফেজ’। আবদুল্লাহ বিন আব্দুল আউয়াল কুমিল্লার হাউজিং এস্টেট মারুফুল কুরআন হিফজ মাদ্রাসা থেকে পবিত্র কুরআন শরীফ সবক শেষ করেছেন। সে উচ্চতর ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে ইসলামিক স্কলার হয়ে ইসলামের খেদমত করতে চায়।কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ৪ নং সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর রেয়াজ উদ্দিন ডাঃ বাড়ির স্থায়ী বাসিন্দা ডাঃ মোঃ আবদুল আউয়াল সরকার ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং অফিসার মোসাম্মৎ স্বপ্নাহার বেগমের একমাত্র সন্তান। সকলের দোয়া প্রার্থী।