মুরাদনগরে মানুষ টিকা নিয়ে ভীতি যতটুকু ছিল, এখন একেবারেই নেই -সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন

Spread the love

আবুল কালাম আজাদ ভূইয়াঃ সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন (এফসিএ)বলেছেন, মুরাদনগর মানুষ টিকাগ্রহণ নিয়ে ভয়ভীতি যতটুকু ছিল, এখন একেবারেই নেই। এখানে লাইন ধরে মানুষ আসছে, উৎসবমুখর পরিবেশে স্বপ্রণোদিতভাবে টিকা নিচ্ছে। ইউসুফ আব্দুল্লাহ হারুন আরও বলেন, টিকা নেয়ার পর কোনো অসুবিধা হচ্ছে না বলে জানান টিকা গ্রহীতারা। যতদিন যাবে তত উৎসবমুখর হয়ে উঠবে টিকাদান কার্যক্রম। গতকাল পর্যন্ত ২শ ৫০ জন মানুষ টিকা নিয়েছে ।সাধারণ মানুষ টিকা নিতে নিবন্ধন করেছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা হাসপাতালের টিকাদান কেন্দ্র পরিদর্শনে এসে তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন। মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আলীগের সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও  সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ। এসময় আরো উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ(ওসি)সাদেকুর রহমান,জেলা পরিষদ সদস্য জাকির হোসেন,সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।মঙ্গলবার করোনার টিকা গ্রহন করেন মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর,অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান,দৈনিক মানবজমিন পত্রিকার মুরাদনগর উপজেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ,সাংবাদিক জহিরুল ইসলাম জুয়েল,স্থানীয় রাজনীতিবিদ,স্বাস্থ্যকর্মী ও সাধারন মানুষসহ মোট ১১০জন।প্রথম দিনে ২০ জন,২য় দিন ১শ’জন টিকা গ্রহণ করেছেন।মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা হাসপাতালে প্রায় ১৫ হাজার টিকা মুরাদনগর হাসপাতালে মজুদ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *