চান্দিনা ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
চান্দিনা প্রতিবেদকঃ কুমিল্লার চান্দিনায় ৪ কেজি গাজা সহ মো. ইউনুছ(২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।চান্দিনা থানা অফিসার ইনচার্জ শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানায়, গত শুক্রবার(১২ ফেব্রুয়ারি) চান্দিনা থানা এসআই নোমান হোসেন ও সঙ্গীয় ফোর্স এর বিশেষ অভিযানে চান্দিনা পৌরসভাস্থ চান্দিনা উপজেলাগামী রাস্তার উপর থেকে ৪ কেজি গাঁজা(যার মূল্যমান ৮০ হাজার টাকাসহ) ইউনুছকে আটক করা হয়। আটককৃত ইউনুছ কুমিল্লা জেলার বুড়িচং থানার এদবারপুর গ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে।চান্দিনা থানা মোবাইল ফোর্সের বিশেষ অভিযানের মাধ্যমে তাকে আটক করে থানায় নিয়ে আসে। ইউনুছকে আটক করে হাতে থাকা একটি স্কচটেপ মোড়ানো কালো ব্যাগে তল্লাসী চালিয়ে ২ প্যাকেট গাজা(৪ কেজি) জব্দ করা হয়। আসামী ইউনুছ কে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।