বগুড়ায় পালিত হল জাতীয় সাংবাদিক সংস্থার ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী

Spread the love

মুহাম্মাদ আবু মুসা, বগুড়া প্রতিবেদকঃ বগুড়ায় ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শহরের মফিজ পাগলা মোড় এলাকায় বিলাস বহুল ম্যাক্স মোটেলে আলোচনা সভা শেষে কেক কর্তন করা হয়। সাংবাদিক সংস্থার জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুহাম্মাদ আবু মুসা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দৈনিক বগুড়ার সম্পাদক ও বগুড়া প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব আলহাজ¦ রেজাউল করিম বাদশা। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মীর্জা সেলিম রেজা, সহ-সভাপতি আব্দুস ছাত্তার, সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ¦ মমিনুর রশীদ সাইন, বগুড়া শহর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান বকুল, জেলা বিএনপি নেতা জয়নাল আবেদীন চান, শেখ তাহা উদ্দিন নাইন, মনিরুজ্জামান মনি, সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন, দীপ্ত টিভি ও দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি এসএম আবু সাঈদ, সাংবাদিক ইউনিয়নের নেতা টিএম মামুন, সেলিম উদ্দিন, আল মুমিন, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, জাতীয় সাংবাদিক সংস্থার জেলার সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, আনারুল ইসলাম লিটন, শিক্ষা ও জনকল্যাণ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম শফিক, সদস্য আজিজুল হক, আব্দুল হান্নান, মতিউর রহমান মতি, ইউনুস উদ্দিন, রেজাউল করিম রেজা, নজরুল ইসলাম, আবু তৌহিদ হাসান প্রমূখ। প্রধান অতিথিসহ অন্যান্য বক্তগণ বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা হাটি হাটি পা পা করে ৩৯টি বছর পার করেছে। আরো বলেন, এই সাংবাদিক সংস্থা মানুষের কল্যাণে ও সাংবাদিকদের অধিকার আদায়ের কথা বলে। সাংবাদিকরা দেশকে এগিয়ে নিতে লেখনীর মাধ্যমে কাজ করছেন। সার্বিক ক্ষেত্রে অগ্রনী ভুমিকা পালন করে থাকেন সমাজের বেবেক সাংবাদিকরাই। পরিশেষে সারাদেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনকারীদের শাস্তির দাবী জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *