যাত্রাপুর হযরত খাদিজাতুল কোবরা (রাঃ) বালিকা এতিমখানা ও মহিলা মাদ্রাসা ১ হাজার পোষাক সামগ্রী বিতারণ

Spread the love

আবুল কালাম আজাদঃ যাত্রাপুর হযরত খাদিজাতুল কোবরা (রাঃ) বালিকা  এতিমখানা ও মহিলা মাদ্রাসা পোষাক বিতারণ করেছেন এনজিও দিশা।

জানাযায়, গতকাল শনিবার(১৩ ফ্রেবুয়ারী) মুরাদনগর উপজেলা যাত্রাপুর হযরত খাদিজাতুল কোবরা (রাঃ) বালিকা  এতিমখানা ও মহিলা মাদ্রাসা ১হাজার পোষাক সামগ্রী বিতারণ করেছেন ডেভেলাপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশাল এডভান্সমেন্ট (দিশা)। যাত্রাপুর হযরত খাদিজাততুল কোবরা (রাঃ) বালিকা  এতিমখানা ও মহিলা মাদ্রাসায়, চান্দিনা ডাঃ ফিরোজা বালিকা এতিমখানায়, ব্রাক্ষণপাড়া উপজেলা মোমিনিন মহিলা এতিমখানায় , কমিল্লা জেল খানায় এতিমদের মাঝে প্রায় ১হাজার পোষাক সামগ্রী বিতারণ করা হয়। কাজিয়াতুল মাহবুবা  খাতুন বালিকা এতিমখানায় , কুমিল্লা জেল খানায় ১শ’ পোশাক সামগ্রী বিতারণ করেছেন দিশা। এতে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা সমাজসেবা কার্যলয়ের উপ পরিচালক জেড এম. মিজানুর রহমান খান, মুরাদনগর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ কবির হোসেন, ডেভেলাপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশাল এডভান্সমেন্ট (দিশা) হেড অব প্রকিউরমেন্ট এন্ড স্টোর পরামর্শক প্রশাসন এজিএম বদরুজ্জামান, সহকারী পরামর্শক অফিসার মোঃ সামিনুর রহমান, সিনিয়র প্রগ্রোম সহ -পরামর্শক এডমিন মোঃ ইকবাল এহসান, মুরাদনগর উপজেলা বেসরকার এতিমখানা কল্যান পরিষদ সাধারণ সম্পাদক কাজী লোকমান , হযরত খাদিজাততুল কোবরা (রাঃ) বালিকা  এতিমখানা ও মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠাতা মোঃ বাশারত ভূইয়া, মাদ্রাসা সভাপতি আব্দুল বাতেন ভূইয়া,কাজিয়াতল দাখিল মাদ্রাসা পরিচালক মাওঃ মোস্তাফিজুর রহমান, মুরাদনগর উম্মে সাকিনা এতিমখানা পরিচালক  মোঃ আবু ইউসুফ , দিলালপুর তমিজ উদ্দিন এতিমখানা সম্পাদক মোঃ হাফেজ ওবায়দুল্লাহ, কাজিয়াতল এতিমখানা মাদ্রাসা মোঃ ওমর ফারুক, মুরাদনগর হিলফুলফুযুল শিশুসদন কমপ্লেক্সে সম্পাদক হাফেজ মাওঃ মোস্তাফিজুর রহমান, যাত্রাপুর নূরিয়া মাদ্রাসা প্রধান শিক্ষক হাফেজ হুমায়ূন  কবির, হাফেজ ইলিয়াস ভূইয়াম মাওলানা আবু ইউসুফ ভূইয়া, মাওঃ আব্দুল্লাহ, মুফতি আমিনুল ইসলাম, মুফতি আলমগীর হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *