নারায়ণগঞ্জে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স এন্ড ক্যান্সার রিসার্চ এর ভিত্তিপ্রস্তর স্থাপন

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে আন্তর্জাতিক মানের মেডিকেল কলেজ হাসপাতাল, ক্যান্সার রিসার্চ সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট স্থাপন করতে যাচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লিমিটেড। রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রস্তাবিত কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স এন্ড ক্যান্সার রিসার্চ (কেআইএমএস কেয়ার) এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশে গবেষণার সুযোগ খুবই কম। বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানে গবেষণা খুব বেশি হচ্ছেই না। যেটা হওয়া একান্তভাবে প্রয়োজন। কুমুদিনীর প্রস্তাবিত মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার গবেষণা কেন্দ্র এবং নার্সিং ইনস্টিটিউট রাখায় উৎসাহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশে ক্যান্সার বিস্তার লাভ করছে। ক্যান্সারের চিকিৎসার জন্য গবেষণা জরুরি। বেসরকারি খাত আরও সেবামূলক কাজে এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন শেখ হাসিনা। সকালে শহরের সিরাজউদ্দোল্লা সড়কে অবস্থিত কুমুদিনী কমপ্লেক্সে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লিমিটেডের পরিচালক শ্রীমতি সাহা। ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাজীব প্রসাদ সাহা জানান, ট্রাস্টের অধীনে নারায়ণগঞ্জে ৩ লাখ ৪৬ হাজার ২৪৭ বর্গফুট জমিতে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স এন্ড ক্যান্সার রিসার্চ (কেআইএমএস কেয়ার)। এতে থাকবে অন্তঃবিভাগ, বহিঃবিভাগ, জরুরি বিভাগসহ ৩০০ শয্যা বিশিষ্ট সাধারণ হাসপাতাল। এছাড়া ক্যান্সারের রোগ নির্ণয়, উন্নত চিকিৎসা প্রদানের জন্য থাকবে উন্নতমানের প্রযুক্তি সম্বলিত যন্ত্র সরঞ্জামাদিসহ ৫০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত বিভাগ। এমবিবিএস এবং বিডিএস কোর্সে উচ্চশিক্ষা অর্জনের জন্য মেডিকেল কলেজ ও নার্সিংয়ের উপর পড়াশোনা ও প্রশিক্ষণের জন্য থাকবে একটি নার্সিং ইনস্টিটিউট। চিকিৎসাবিদ্যার বিভিন্ন বিভাগে গবেষণার জন্য উন্নত প্রযুক্তির গবেষণা সামগ্রী সম্বলিত একটি গবেষণা কেন্দ্রও স্থাপন করার কথা জানান কুমুদিনী ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক। এ সময় আরও উপস্থিত ছিলেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সংসদ সদস্য অসীম কুমার উকিল, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম প্রমুখ। উল্লেখ্য, গত ৩ ফেব্রয়ারি মেডিকেল কলেজ ও ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট স্থাপনের লক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সঙ্গে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লিমিটেডের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও কুমুদিনী ট্রাস্টের পরিচালক শ্রীমতি সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *