মুরাদনগরে দুই সন্তানের জননীকে ধর্ষনের অভিযোগে মসজিদের মুয়াজ্জিনকে কারাগারে

Spread the love

মুরাদনগর প্রতিবেদকঃ মুরাদনগরে দুই সন্তানের জননী এক বিধবাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষনের অভিযোগে মুজিবুর রহমান(১৮)নামে চাপিতলা সরকার বাড়ী মসজিদের মুয়াজ্জিনকে কারাগারে পাঠিয়েছেন বাঙ্গরা বাজার থানা পুলিশ।আটককৃত মুয়াজ্জিন উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন খাঁপুড়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।জানা যায়, ধর্ষণের শিকার ওই বিধবার স্বামী ২০১৬ সালে বাড়ীর নির্মন কাজ করতে গিয়ে বিদ্যুৎতায়ীত হয়ে মারা যান।সাত বছর ও সাড়ে চার বছরের দুটি সন্তান রেখে মৃত্যুবরণ করেন। তারপর ঐ সন্তানদের নিয়ে স্বাভাবিক ভাবে চলছিল তার সংসার। বিগত ২৫ দিন আগে ঐ মহিলা তার সন্তানকে মক্তবে পড়াতে পাশের বাড়ির বাচ্চাদের সাথে ঐ মসজিদের মুয়াজ্জিন মজিবুরের কাছে মক্তব পড়তে দেয়। বাচ্চাদের মক্তব পড়ার সুবাদে মজিবুর রহমান বিয়ের প্রলোভন দেখিয়ে ওই বিধবার সাথে শারীরিক সম্পর্ক করে। সম্পর্কের একপর্যায়ে গত রবিবার(১৪ ফ্রেরুয়ারী) ঐ মহিলা বিয়ের জন্য মজিবুর রহমানকে চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। পরবর্তিতে ঐ মহিলা কোন উপায় না পেয়ে (১৫ ফ্রেরুয়ারী)সোমবার সকালে বাঙ্গরা বাজার থানায় একটি ধর্ষণের অভিযোগ দায়ের করে।অভিযোগের ভিত্তিতে মুয়াজ্জিন মজিবুর রহমানকে আটক করা হয়।এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, ধর্ষনের শিকার ঐ মহিলার অভিযোগের ভিত্তিতে মসজিদের মুয়াজ্জিন মজিবুর রহমানকে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *