চান্দিনায বৈদ্যুতিক শর্ট সার্কিটের ভয়াবহ অগ্নিকান্ড
চান্দিনা প্রতিবেদকঃ চান্দিনায বৈদ্যুতিক শর্ট সার্কিটেরি একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে।চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের মোঃ রুহুল হোসেনের বাড়ির রিকশাচালক মোঃ হোসেনের বসতঘরে মঙ্গলবার(১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটায় হটাৎ আগুন লেগে মুহুর্তে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে আগুন দেখে তাৎক্ষণিক চান্দিনা ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালে সাথে সাথে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দেড় ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এ সময়ে রিকশাচালকের মোঃ হোসেনের চার রুমের থাকার ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। থাকার ঘর,গরু ঘরে থাকা একটি গরু পুড়ে ছাইসহ আসবাবপত্র নগদ টাকা মিলিয়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে মোঃ হোসেন জানান। এ বিষয়ে রিক্সা চালক মোঃ হোসেন আরো বলেন,আমার ঘর,আসবাবপত্র,নগদ টাকা ও একটি গরুসহ প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে।আমি নিঃস্ব হয়ে গেছি।আমি সরকারি সহায়তা চাই।তা না হলে বউ,বাচ্ছা নিয়ে পথে বসতে হবে। বরকইট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম বলেন,আমি আগুন লাগার খবর শুনে সকালে হোসেনের বাড়িটি পরিদর্শন করেছি।আমি খুব মর্মাহত।সরকারি সহযোগীতাও করা হবে। চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার বলেন,আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছি।স্থানীয়দের সহযোগীতায় প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এসেছে।ধারনা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিটের থেকে অগ্নিকান্ডের সৃষ্টি হয়েছে।ঘর,আসবাবাপত্র,একটি গরুসহ নগদ অর্থ পুড়েছে।প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে।