বাকেরগঞ্জের চরাদিতে ৭০ পিস ইয়াবাসহ সোহেল চাপরাশী গ্রেফতার
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক:বরিশাল বাকেরগঞ্জ উপজেলায় মাদক নির্মূল অভিযানে জিরো টলারেন্স ভূমিকা পালন করছেন বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন মিলন। মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় উপজেলার চরাদি বোর্ড স্কুলের সামনে থেকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সোহেল চাপরাশী (৪২) কে আটক করেন। আটক সোহেল চাপরাশি বরিশাল কাউনিয়া থানার উড়ালগনি গ্রামের মৃতঃ কাঞ্চন চাপরাশীর পুত্র। বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন মিলনের নেতৃত্বে চরামদ্দি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই জসিম ও নায়েক জহিরুজ্জামান এ অভিযান পরিচালনা করেন। ইয়াবাসহ একজনকে আটকের ঘটনার সত্যতা স্বীকার করে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন মিলন জানান বাকেরগঞ্জ থানায় যোগদান করার পর তিনি তার সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন। মাদক ব্যবসায়ী ও মাদকসেবী কাউকেই ছাড় দেয়া হবে না। তিনি জেলা পুলিশ সুপারের নির্দেশে ইতিমধ্যে মাদকের বিরুদ্ধে চিরুনি অভিযান শুরু করেছেন বলে ব্যক্ত করেন।