বাঞ্ছারামপুরে দৈনিক ভোরের কাগজের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Spread the love

মোঃফয়সাল আহম্মেদ, বাঞ্ছারামপুর (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিবেদকঃ মুক্তিযুদ্ধের চেতনায় তারুন্যের জয়গান” এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দৈনিক ভোরের কাগজ পত্রিকার ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বাঞ্ছারামপুরের বিভিন্ন শ্রেণীর বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। গতকাল বুধবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর পৌরসভার মেয়র মোঃ তোফাজ্জল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সদস্য, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম তুষার, দৈনিক যুগান্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলার স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদ সুবীর, দৈনিক সমকালের বাঞ্ছারামপুর প্রতিনিধি আমজাদ হোসেন সজল, ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনিছুজ্জামান বকুল, পাহাড়িয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজীউর রহমান, বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মমিনুল হক অপু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির হোসেন, বাঞ্ছারামপুর পৌরসভার কাউন্সিলর আসাদুজ্জামান রিপন, বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন সরকার, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ সোহেল রানা, পৌরসভার কাউন্সিলর হাফিজুর রহমান বাদশা, ফ্যামিলি প্ল্যানিং ইন্সপেক্টর মোঃ হাসান, বাঞ্ছারামপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জামাল হায়দার, বাংলা টিভির বাঞ্ছারামপুর প্রতিনিধি মো: ফয়সাল। এছাড়া বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দৈনিক ভোরের কাগজের বাঞ্ছারামপুর প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম। এসময় বক্তারা ভোরের কাগজের সাফল্য কামনা করে বলেন, দেশের প্রাচীন পত্রিকারগুলোর মধ্যে ভোরের কাগজ অন্যতম। আপসহীন কণ্ঠে সাধারণ মানুষের কথা বলে ভোরের কাগজ জনমানুষের মনে ঠাই করে নিয়েছে। দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব্য রক্ষায় ভোরের কাগজ পত্রিকা আপসহীন ভূমিকা পালন করছে। আগামী দিনে দেশের গণতন্ত্র রক্ষায় পত্রিকাটি সামনে থেকে নেতৃত্ব দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *