আওয়ামীলীগের সময় যতটা বাড়ছে,দলের অর্থনৈতিক নীতি বদলাচ্ছে– সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন (এফসিএ)।

Spread the love

আবুল কালাম আজাদঃ ক্ষমতায় আওয়ামীলীগের সময় যতটা বাড়ছে,দলের অর্থনৈতিক নীতি বদলাচ্ছে।উন্নায়নের ধারা অব্যাহত রাখাই দলের সামনে প্রধান  কাজ।২০১৮-১৯ অর্থবছরে মানুষের মাথাপিছু আয় ১হাজর ডলার থেকে বেড়ে ১হাজার ৯০৯ ডলারে উন্নত হয়েছে। ২০১৭-১৮ অর্থবছরে জিডিপি’র  প্রবৃদ্ধি ছিল ৭৮৬। ২০১৮-১৯ অর্থবছরে তা ৮.১৫-উন্নীত হয়েছে। (২০ ফ্রেবুয়ারী) শনিবার দুপুরে কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা কুড়াখাল উচ্চ বিদ্যালয়ের তিন তলা নব নির্মিত ভবন, কুড়াখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়,কুরুন্ডী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও রোয়াচালা সরকারী হাসপাতাল ভবন উদ্ভোধন কালে প্রধান অতিথি সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন(এফসিএ) এসব কথা বলেন। ইউসুফ আব্দুল্লাহ হারুন আরো বলেন, সরকারের আলোচিত উন্নায়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, ২০১৮ সালে মাঝামাঝি সময়ে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটালাইট উৎক্ষেপণের মাধ্যমে ইতিহাস সৃস্টি, পদ্মা সেতু, রামপাল বিদ্যুৎকেন্দ্র, পায়রা গভীর সমুদ্রবন্দর, মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প, কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মান ও দোহাজারী-কক্সবাজার  পথে নতুন রেললাইন নির্মানে প্রকল্পের গত বছর অগ্রগতি ভালো ছিল। এসব উন্নায়নের কথা মানুষকে বলতে হবে। এছাড়া মুরাদনগর উপজেলায় ২২টি ইউনিয়ন ২শ’টি স্কুল কলেজ মাদ্রাসা বহুতল ভবন নির্মান, ২০০৮ সালে ৮মেঘাওয়াড বিদ্যুৎ ছিল। এখন ৫২ মেঘাওয়াড বিদ্যুৎ উন্নত করেছি।  মুরাদনগরে বড় বড় আঞ্চলিক মহাসড়ক নির্মন ও পূর্ন নির্মান করেছি।কুড়াখাল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিদ্যালয়ের সভাপতি মোঃ মোসলেউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মহামান্য রাস্ট্রপতি মো. আবদুল হামিদ এর প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন, চট্টগ্রাম আর্মি মেডিক্যাল কলেজ প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) নুরুল মোমেন খান,কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সভাপতি ম. রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা হানিফ সরকার, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন, কুড়াখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদ উদ্দিন সরকার।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাস, মুরাদনগর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান হারুন আল রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ও এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা বিশ্বজিৎ সরকার, মুরাদনগর উপজেলা বেসরকারি মাধ্যমিক ও শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সভাপতি ও রামচন্দ্রপুর রামকান্ত বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গী আলম, সদস্য, বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের ভারপাপ্ত প্রধান শিক্ষক আক্তারুজ্জামান, কামাল্লা ডি আর এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার খান, বাখরনগর উচ্চ বিদ্যালয়ের ভারপাপ্ত প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন, যাত্রাপুর একে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, ইউপি’র চেয়ারম্যান মোঃ আবুল খায়ের, কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রী কলেজ সাবেক ভিপি জহির, কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমেন্ডার মোঃ শাহজাহান খান, মুরাদনগর উপজেলা সেচ্চাসেবকলীগ আহবায়ক রহিম পারভেজ, মুরাদনগর উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ শফিক তুহিন, বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ সভাপতি শেখ আবুল কাশেম,সদস্য আল আমিন মুন্সী, আল কোরআন পাঠ করেন, শিক্ষক আনিছুর রহমান জালাল প্রমুখ। সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন(এফসিএ) বলেন, উপস্থিত ছাত্রছাত্রীদের ও অভিভাবকদের উদ্যোশে করে বলেন, কোয়ালেটি শিক্ষার কোন বিকল্প নেই। মুরাদনগরে একটি কারিগরী কলেজ নির্মিত হয়েছে। মুরাদনগর উপজেলা প্রতিটি ঘর থেকে একটি  সন্তানদের কারিগরী কলেজ ভর্তি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *