জয়নগর একাদশ চ্যাম্পিয়ান
মুরাদনগর প্রতিবেদকঃ মুরাদনগর ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলায় জয়নগর একাদশ চ্যাম্পিয়ান হয়েছে। (২০ ফেব্রুয়ারী)শনিবার বিকালে বাহেরচর দক্ষিণপাড়া আদর্শ উন্নয়ন মাঠ প্রাঙ্গণে হোমনা উপজেলা কাশিপুর একাদশ-১ মুরাদনগর উপজেলা জয়নগর একাদশ-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর দক্ষিণপাড়া আদর্শ উন্নয়ন সংঘ আয়োজিত বাহেরচর গ্রামের ইউপি’র সদস্য আব্দুর রব সভাপতিত্বে প্রধান অতিথি ঢাকা’র অধিবাশী হাজী আবুল কাশেম(বি.কম)বিশেষ অতিথি ছিলেন, হোমনা পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ আনোয়ার হোসেন বাবুল, মেঘনা শাখা সভাপতি মোঃ দেলোয়ার হোসে সুবল, জয়নগর গ্রামের উপ-পুলিশ পরিদর্শক মোঃ মোবারক হোসেন, ঢাকা মোঃ সামছুল হক ভূইয়া বাবু, ঢাকা ব্যাবসায়ী মোঃ শফিকুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম মানিক, আমেরিকা প্রবাসী মোঃ মাহবুব ভূইয়া, নারায়গঞ্জ ব্যাবসায়ী মোঃ সোহেল, সৌদী আরব প্রবাসী হাজী বশিরুল ইসলাম, ঢাকা’র মোঃ আবুল কাশেম, আমেরিকা প্রবাসী মোঃ মহসিন, ব্যাবসায়ী হাজী মোঃআলাউদ্দিন মোল্লা, ঢাকা’র মোঃ আব্দুল হান্নান,কামালকন্দি গ্রামের নাজমুল হাসান মঙ্গল, খেলাটি পরিচালনা করেন কাজী মোঃ রুহুল আমিন, মোঃ সংগঠনের সভাপতি, রমজান আলী। উপস্থিত ছিলেন, রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি আবুল কাশেম, রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের যুবলীগ সভাপতি আবু মুসা,পাচকিত্তা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি সাবেক সভাপতি গোলাম কিবরিয়া খোকন, ফিফা শেখ ফরিদ, জামান ও হারুন। ধারাভাষ্যকার ছিলেন মোঃ আবুল কাশেম ভূইয়া প্রমুখ।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে, মুরাদনগর উপজেলা রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ সম্ভাব্য পদপ্রার্থী ও সাবেক ফুটবলার গোলাম কিবরিয়া খোকন বলেন, মাদক কে না বলুন। খেলা মানে আনন্দ হৈই হুল্লুর।যুবসমাজকে খেলাধূলায় এগিয়ে আসার আহবান জানান। খেলাটি ১০ থেকে ১২ হাজার নারী পুরুষ ফুটবল খেলটি উপভোগ করেন।