মত প্রকাশের অধিকার কোথাও নেই— বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্ঠা প্রফেসর ড. শাহিদা রফিক
কুমিল্লা প্রতিবেদকঃ এদেশে আপনারা জীবন ধারণের অধিকার হারিয়েছেন। আপনাদের ব্যক্তি স্বাধীনতা অধিকার নেই? মত প্রকাশের অধিকার কোথাও নেই? আমাদের অধিকার হলো সংবিধান পদত্ত। সংগঠন করার অধিকার নেই? গতকাল রবিবার দুপুর কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা শ্রীরামপুর আর আই মিয়া গার্লস স্কুলে মাঠ প্রাঙ্গণে অমর একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপি আলোচনা সভায় বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক ডিন প্রফেসর ড. শাহিদা রফিক প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে এসব কথা বলেন। মুরাদনগর উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক উপাধ্যক্ষ মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবু জাহের, সাবেক জেলা সদস্য মামুনুর রশিদ, মোঃ মিনাজুল হক, মুরাদনগর উপজেলা যুবদল সাবেক সাধারণ সম্পাদক অরুপ নারায়ন পোদ্দার, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, কুমিল্লা জেলা যুবদল সম্পাদক বিল্লাল হোসেন, সেচ্চাসেবক দল ইকে এম সেলিম, অনুষ্ঠানটি পরিচালনা করেন কেন্দ্রীয় সেচ্চাসেবক দলের সদস্য মুকদুর রহমান আবির, মুরাদনগর উপজেলা যুবদল নেতা মাসুদ পারভেজ, শফিকুল ইসলাম, ইমরুল কায়েছ, মামুন,মোশাররফ হোসেন, আল আমিন,শরিফ, আলমগীর হোসেন, মাইন উদ্দিন, সোহেল ও মনির হোসেন প্রমুখ।