মুরাদনগরে নারীর উন্নায়ন বাংলাদেশের উন্নায়ন -সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন(এফসিএ)

Spread the love

আবুল কালাম আজাদ: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকল নারীকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা। একজন নারী হলো মা, যিনি পৃথিবীর সমস্ত কিছুতে অবদান-ভূমিক রাখেন। যে সন্তান আজ পৃথিবীটাকে অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছে, সেই সন্তানকে (পুরুষ কিংবা নারী) গড়ে তুলছেন তার মা।নারীর উন্নায়ন বাংলাদেশ উন্নায়ন। দেশে আজ নারীরা প্রতিনিধিত্ব করছেন। (৫ মার্চ) শুক্রবার বিকালে মুরাদগনের নারী উন্নায়ন ফোরামের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে জন্য বরাদ্ধকৃত দোকান হস্তান্তর নারী ক্ষমাতায়ন নিশ্চিত উদ্বুদ্ধকরণ সভা ও কুমিল্লা জেলা প্রশাসক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে   মুরাদনগর উপজেলা মাঠ প্রাঙ্গনে   প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন(এফসিএ), এসব কথা বলেন। মুরাদনগর উপজেলা আয়োজনে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাসের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, কুমিল্লা সরকারী সিটি কলেজ উদ্ভিদ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক বেগম মনিরা নাজনীন, বিশেষ অতিথি কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সভাপতি ম. রুহুল আমিন, মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসানুল আলম কিশোর, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, সহকারী পুলিশ সুপার  আবেদ, মুরাদনগর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির  সভাপতি  বীর মুক্তিযোদ্ধা হানিফ সরকার, উপজেলা পরিষদ ভাইচ চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল, বাঙ্গরা বাজার থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান তালুকদার, উপজেলা ক্রীড়া উন্নায়ন সংস্থার সভাপতিস সুস্মিতা দাস, মুরাদনগর উপজেলা নারী উন্নায়ন ফোরামের সভাপতি ও শিক্ষক রেবেকা সুলতানাসহ আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা সকল কর্মকর্তা, আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, সেচ্চাসেবকলীগ, শ্রমিকলীগ,মৎসজীবি লীগ,ছাত্রলীগ, বিভিন্ন ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক ও ছাত্ররা। আল কোরআন পাঠ করেন, শিক্ষক ফাতেমা খাতুন, গিতা পাঠ করেন শ্রীমতি শীলা রানী সাহা প্রমুখ। সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন(এফসিএ) আরো বলেন, দেশ ও জাতির উন্নয়ন করতে হলে নারী শিক্ষার বিকল্প নেই। নারীদের পিছনে ফেলে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই পুরুষের পাশাপাশি নারীদের সুশিক্ষায় গড়ে তুলতে হবে। মনে করতে হবে নারী উন্নয়ন জাতীয় উন্নয়নের পুর্বশর্ত। কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর বলেন, কুমিল্লা জেলা মানুষকে ছোট করে দেখার কিছুই নেই। কমিল্লা জেলায় প্রবাশীদের আয়ের প্রথম স্থান, মৎসতে প্রথম স্থান, ও কৃষিতে বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছেন। কুমিল্লাকে ছোট করে দেখার কিছুই নেই।  কুমিল্লার মানুষ শিক্ষার হার ও বেশী। নারী পুরুষের-সমঅধিকার প্রতিষ্ঠা করে আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে হবে। এ জন্য সকলকে একটি লক্ষ্য স্থির করতে হবে। কারণ বাঙ্গালী জাতি যে লক্ষ্য স্থির করে তা অর্জনও করে। ৭১’এর স্বাধীনতা যুদ্ধ এর বড় প্রমান। ৩০লক্ষ শহীদের রক্ত ও আর ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। নারীর ক্ষমতায়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর বলেন, বর্তমান সরকার নারী বান্ধব সরকার। এ সরকারের সরকার প্রধান একজন নারী, স্পিকার নারী, দেশের বিভিন্ন উচ্চ পদস্থ পদে আজ আসীন আছেন নারীরা।  তিনি আরো বলেন, নারীর সার্বিক উন্নয়নের জন্য ‘জাতীয় নারী উন্নয়ন নীতিমালা-২০১১’, নারী উন্নয়নে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৩-২৫, নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০, পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) বিধিমালা ২০১৩ সহ যৌতুক নিরোধ আইন, ‘বাল্যবিবাহ নিরোধ আইন’ ও ‘বাল্যবিবাহ নিরোধ বিধিমালা’ প্রণয়ন করেছে বর্তমান সরকার। ডিজিটাল বাংলাদেশে তিনি ঘরে বসেই আদালতের কাজ করতে পারছেন। আর এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *