মুরাদনগরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত
আবুল কালাম আজাদঃ মুরাদনগরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, শ্রদ্ধা নিবেদন, বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুরাদনগর পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ অনুষ্ঠিত হয়েছে। (৭ মার্চ) রবিবার বিকালে মুরাদনগর নূরুনাহার বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মুরাদনগর থানা পুলিশ আয়োজনে মুরাদনগর থানা অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ সাদেকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা উত্তর আওয়ামীলীগ সভাপতি ম. রূহুল আমিন, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন , মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসানুল আলম কিশোর, অতিরিক্ত পুলিশ সুপার মীর আবেদুর রহমান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও টনকি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক গাজীউল হক চৌধুরী, মুরাদনগর উপজেলা শিক্ষক সমিতির সম্পাদক ও প্রধান শিক্ষক জামাল উদ্দিন,মুরাদনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হারুনুর রশীদ, মুরাদনগর সদর ইউনিয়নের ভারপাপ্ত ইউপি’র চেয়ারম্যান আক্তার হোসেন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি’র চেয়ারম্যান আবুল হাসেম, শাহজাহান বিএসসি, মোঃ শফিকুল ইসলাম, সাংবাদিক আবুল কালাম আজাদ, আজিজুল হক রনি, মাহবুব আলম আরিফ, বেলাল উদ্দিন, শারফিন শাহ প্রমুখ।