কোভিড-১৯ আক্রান্তসিলেটে-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস্ সামাদ চৌধুরী(কয়েস) এন্তেকাল

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় সংসদের সিলেট-৩ আসন (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ)-এর জননন্দিত সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ-এর কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ-উস্ সামাদ চৌধুরী( কয়েস),বৃহস্পতিবার ২.৪০ মিনিটে রাজধানী ঢাকার ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রা’জিউন।  কোভিড-১৯ আক্রান্ত হয়ে রাজধানীর গুলশান-২- অবস্থিত ইউনাইটেড হাসপাতালের কোভিড ইউনিটে ২ দিন পূর্বে তাঁকে ভর্তি করা হয়। গতরাত থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। আর আজ অপরাহ্নেই মায়াভরা এ পৃথিবী থেকে চির বিদায় নেন অপূর্ব সাংগঠনিক কর্মদক্ষতার অধিকারী, মাটি ও জনমানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ, কর্ম পাগল এ সফল জনপ্রতিনিধি।

তাঁর আকস্মিক মৃত্যূতে দেশে-বিদেশে ব্যাপকভাবে শোকের ছায়া নেমে আসে। রাজনৈতিক সহকর্মী থেকে শুরু করে নির্বাচনী এলাকার সর্বস্তরের জনসাধারণ, দেশে-বিদেশে অবস্থানরত অগণন আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খি, সমর্থক এবং ভক্ত-অনুরক্ত সবাই শোকাভিভূত হয়ে পড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *