বাঞ্ছারামপুরে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসা উন্নায়ন সভা অনুষ্ঠিত
মোলা মোঃ নাছির আহমেদ, বাঞ্ছারামপুর( ব্রাক্ষণবাড়িয়া ) প্রতিবেদকঃ “মজিব বর্ষের অঙ্গীকার বীমা হবে সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৩ মার্চ শনিবার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসা উন্নায়ন সভা ২০২১অনুষ্ঠিত হয়েছে। মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে রুপসদী অফিসের সাংগঠনিক েএসভিপি ও ইনচার্ মোঃ আমীর হামজা উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্যাবস্থাপনা পরিচালম ও সিইও মোঃ আপলে মাহমুদ (এসিআইআই) বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ ব্যাবস্থাপনা পরিচালক উন্নায়ন প্রশানরে ইনচার্জ মোঃ আসিছুর রহমান, চট্টগ্রাম বিভাগ উপ ব্যবস্থাপনা পরিচালক এম এ মতিন,বৃহত্তম কুমিল্লা এসইভিপি ও কর্পোরেট ইনচার্জ এম এ আহাদ, ব্রাক্ষণবাড়িয়া ইভিপি ও ইনচার্জ মোঃ আব্দুল আজিজ প্রমুখ। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন, কাজী মোঃ আলী লিটন , মোল্লা মোঃ নাছির আহমেদ, হাফেজ মোঃ ইসমাইল , মোঃ আব্দুল রহিম, মোঃ এনামূল হক, মোঃ আমিরুল ইসলাম, মোঃ আনিছ, সিরাজুল ইসলাম, আঃ হাকিম, মোঃ আবুল হাসান, ওমর ফারুক, মাজেদা আক্তার, বকুল আক্তার , নুরজাহান বেগম, শিরিন আক্তার সহ উপজেলা বিভিন্ন অফিসের উন্নায়ন কর্মকর্তাগণ। উক্ত অনুষ্ঠানে শেষে ২০২০ সালে সর্ব্বোচ্চ ব্যবসা অর্জনকারীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।