সোনাকান্দায় ফাঁসি দিয়ে যুবকের আত্মহত্যা
এম কে আই জাবেদ: কুমিল্লার মুরাদনগর উপজেলার সোনাকান্দা গ্রামে এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার সংবাদ পাওয়া যায়। শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দ গ্রামের মোখলেছ মিয়ার ছেলে মাহরুফ মিয়ার (২১) লাশ নিজ ঘরের পাশে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। রবিবার ভোর সাড়ে ছয়টায় তাঁর পরিবার ঘরের পাশে আমগাছে ঝুলন্ত লাশ দেখে স্থানীয় থানাকে সংবাদ দেওয়া হয়। বাঙ্গরা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে প্রেরন করা হয়। মোখলেছ মিয়ার ২ ছেলে ও ২ মেয়ের মধ্যে মাহরুফ সবার বড় ছিল। পরিবার সূত্রে জানাযায়, প্রতিদিনের মত মাহরুফ তার ছোট ভাইয়ের সাথে এক রুমে ঘুমাতে যায় এবং ভোর বেলায় তাকে বিছানায় না দেখে খোজাখুজি করে তার ঝুলন্ত অবস্থায় পাশে একটি আম গাছে দেখতে পায়। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কাউকে সন্দেহ করা হচ্ছে না বলেও তার মা জানিয়েছেন। বাঙ্গরা বাজার থনার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, পুলিশ সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হসপিটালে পাঠানো হয়। ময়নাতদন্তের ফলাফল পাওয়ার পর মৃত্যুের প্রকৃত কারন নিশ্চিত হওয়া যাবে।