মুরাদনগরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের দাফন সম্পন্ন

Spread the love

এন এ মুরাদ: বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মিজানুর রহমান মমিনের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন । বুধবার বিকাল ৫ টায় মুরাদনগর উপজেলার নবীয়াবাদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে ক্যাপ্টেন ফরহান এর নেতৃত্বে কুমিল্লা ক্যান্টমেন্ট সেনাবহানীর ১২ সদস্যের একটি টিম পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন করেন। এর  আগে মুরাদনগর উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর একটি চৌকস টিম জাতির এই স‚র্য সন্তানকে গার্ড অব অনার প্রদান করেন।  এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী ম্যজিস্টেট (ভ‚মি ) সাইফুল ইসলাম কমল, বাঙ্গরা থানার সাবইন্সপেক্টর মোহন , ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম , মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশিদ, ও  সহযোদ্ধাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। পরিবার স‚ত্রে জানা যায়, গত কয়েক বছর ধরে তিনি ফুসফুসের রোগে আক্রান্ত ছিলেন। বুধবার ভোর ৫টায় ক্যান্টমেন্ট সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৭৫ বছর। তিনি উপজেলার প‚র্বধৈর পশ্চিম  ইউনিয়ন মুক্তিযুদ্ধা কমান্ডার ছিলেন। বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মহান এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন তার এক সময়ের রণাঙ্গণের সাথীরা ও তার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *