Spread the love

নবীনগর প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মুরাদনগর প্রতিবেদকঃ একজন প্রধান শিক্ষকের উপর নবীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান কর্তৃক হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১১টায় কুমিল্লার মুরাদনগর (নবীনগর-কোম্পানিগঞ্জ) সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর আর এনটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন খানকে নবীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক ও তাঁর সহযোগীরা গত মঙ্গলবারে হামলার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগী প্রধান শিক্ষকের নিজ এলাকার কুমিল্লার মুরাদনগরের জাড়েরা গ্রামবাসী। এসময় শিক্ষককে লাঞ্ছিত ও হামলার দায়ে নবীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেকের শাস্তির দাবীতে একাত্ততা পোষন করে মানববন্ধনে অংশগ্রহন করেন জাড়েরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আরিফ খান, লোকমান মেম্বার, লিটন সরকার, টিপু মিয়া, ডাক্তার শওকত হোসেন, আল-আমিন খান, রুবেল সরকার, আজহারুল ইসলাম, শিশু মিয়াসহ শতাধিক বিভিন্ন শ্রেণীপেশার লোকজন। শান্তিপূর্ণ মানববন্ধন চলাকালে ভাইস চেয়ারম্যানের লোকজন মানববন্ধনে অংশগ্রহন করা লোকজনের উপর অতর্কিত হামলা চালিয়ে মানববন্ধন পন্ড করে দেয়। এসময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়াই উত্তেজনার সৃষ্টি হয়। উল্লেখ্য – গত ১৬/০৩/২০২১ইং নবীনগর উপজেলা পরিষদ চত্তরে প্রধান শিক্ষক আল আমিন খানের উপর উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন সাদেক-এর নেতৃত্বে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আহত প্রধান শিক্ষক আল আমিন খান ব্রাহ্মণবাড়ীয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *